নাবালিকা মেয়েকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ভবানীপুর থানার অভিযোগ দায়!আরজি কর পর পাঁশকুড়া এবার হলদিয়ায়। কোথাও মহিলারা নিরাপদে নেই। একের পর এক ঘটনা ঘটেই চলেছে সারা রাজ্য জুড়ে , এবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে একই ঘটনা। না…
নাবালিকা মেয়েকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ভবানীপুর থানার অভিযোগ দায়!
আরজি কর পর পাঁশকুড়া এবার হলদিয়ায়। কোথাও মহিলারা নিরাপদে নেই। একের পর এক ঘটনা ঘটেই চলেছে সারা রাজ্য জুড়ে , এবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে একই ঘটনা। নাবালিকা ১৩ বছরের মেয়েকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ তারই জেরে বর্তমানে মেয়েটি সাত মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুর থানা অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ড। পরিবারের লোকেরা জানালেন মেয়ের পেটে ব্যথা এই জন্যই তাকে প্রথমে দুর্গাচক হাসপাতালে পরে তমলুক হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষার পর ডাক্তার বাবুরা জানালেন ওই নাবালিকা মেয়ে সাত মাসের অন্তঃসত্তা। এই ঘটনা সামনে আসছেই চাঞ্চল্য ছাড়া এলাকায়। ইতিমধ্যে মেয়েটির গোপন জবানবন্দি নেওয়া হয়েছে মেয়েটিকে সরকারি হোমে পাঠানো হয়েছে। জানাজায় মহিলাটির পাশের বাড়ির দাদু সম্পর্কে রামপদ মন্ডল টাকা কখনো ভালো খাওয়ার দিয়ে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করত প্রায় বছর দুই আগে থেকে। রামপদ মন্ডল বর্তমানে একটি শোরুমে সিকিউরিটির কাজ করতো এই ঘটনা আসতেই তিনি কিন্তু এই মুহূর্তে পলাতক। বাড়ির এবং এলাকার সকলেই ওই জনিত ব্যক্তি কঠোর শাস্তি দাবি করলেন এবং এই সম্পর্কে একটি অভিযোগ ভবানীপুর থানা করা হয়েছে। এলাকার সূত্রের খবর ওই ব্যক্তি বর্তমানে শাসক তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন তবে বর্তমান তৃণমূল কংগ্রেস টাউন সভাপতি গোপাল দাস বলেন উনি আমাদের কর্মী , সমর্থক ছিলেন। এই ঘটনা খুবই মর্মান্তিক, আইন আইনের পথেই চলবে দোষী ব্যক্তির শাস্তি অবশ্যই পাবে। তবে এই ঘটনাকে কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি তিনি বলেন শাসক দল নিজেদের কালিমালিপ্ত ঢাকতে দলের সভাপতি কে বলছেন কর্মী সমর্থক সারা রাজ্যে যে ধরনের ঘটনা ঘটছে আগামী দিনে মহিলারা সেই নিরাপদে থাকছে না। তাই অবিলম্বে শাসক দল তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে উৎখাত করতে হবে। আগামী ২৬ এ নির্বাচনে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে বিদায় জানানোর আহ্বান জানালেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী।
No comments