অবশেষে রাস্তা সারানোর কাজে হাত লাগালেন পিডব্লিউডি!কয়েক কোটি টাকা খরচ করে গত বছর নতুন রাস্তা তৈরি হয়েছে ব্রজলাল চক থেকে কুকড়াহাটি পর্যন্ত। কিন্তু সেই রাস্তার হওয়ার পর নতুন করে গ্যাস লাইনে কাজ হয় তাই আবার রাস্তা নষ্ট হয়ে যায…
অবশেষে রাস্তা সারানোর কাজে হাত লাগালেন পিডব্লিউডি!
কয়েক কোটি টাকা খরচ করে গত বছর নতুন রাস্তা তৈরি হয়েছে ব্রজলাল চক থেকে কুকড়াহাটি পর্যন্ত। কিন্তু সেই রাস্তার হওয়ার পর নতুন করে গ্যাস লাইনে কাজ হয় তাই আবার রাস্তা নষ্ট হয়ে যায়। তার ফলেই পঞ্চম দিন থেকে দশমিক পর্যন্ত একই জায়গায় বারে বারে পথ দুর্ঘটনার ঘটে মানুষ ওই এলাকায় দুর্ঘটনার জায়গা চিহ্নিত হয়ে যায় অশত্থ তলা হনুমান মন্দিরের সামনেই। সূত্রে জানা যায় , হলদিয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রীকান্ত মাইতি যোগাযোগ করে হলদিয়া উন্নয়ন পর্ষদের সঙ্গে। অবশেষে পিডব্লিউডি রাস্তা সংস্কার করার কাজে লাগলেন ঐ এলাকার মানুষ বলছেন এটা যদি পুজোর আগেই এই ধরনের রাস্তা সংস্কার হয়ে যেত তাহলে পথ দুর্ঘটনা এড়ানো যেত। বেশ কয়েকজন ওই জায়গায় পথ দুর্ঘটনায় জখম হতো না । তবুও দেরিতে প্রশাসনের টনক লড়েছে সেটাই ভালো।
No comments