স্বচ্ছ ভারত অভিযানে হলদিয়া আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতি!আজ মহাত্মা গান্ধীর ১৫৬ তম জন্মদিন। তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৮৬৯ সালে দোসরা অক্টোবর। ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/DcxWnnZGbYYএই দিনটি স্বচ্ছ ভারত হিসেবে দিন হিসেব…
স্বচ্ছ ভারত অভিযানে হলদিয়া আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতি!
আজ মহাত্মা গান্ধীর ১৫৬ তম জন্মদিন। তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৮৬৯ সালে দোসরা অক্টোবর।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/DcxWnnZGbYY
এই দিনটি স্বচ্ছ ভারত হিসেবে দিন হিসেবে পালন করা হয়। স্বচ্ছ ভারত ভারত সরকারের একটি দেশব্যাপী প্রচার অভিযান ২০১৪ সালের ২রা অক্টোবর চালু হয়েছিল এর মূল লক্ষ্য উন্মুক্ত স্থানে মলত্যাগ দূর করা কঠিন ও তরল বজ্র ব্যবস্থাপনার উন্নতি করা এবং শহর গ্রামগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই অভিযানের মাধ্যমে মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকীতে ২০১৯ সাল একটি উন্মুক্ত মলত্যাগমুক্ত (ও ডি এফ) ভারত গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। গত ৭ই সেপ্টেম্বর পিতৃপক্ষ শুরু হয়েছিল একুশে সেপ্টেম্বর তার অবসান ঘটিয়ে মহালয়ার পুন্য লগ্নে মাতৃ পক্ষের সূচনা হয়। শারদীয়ার দশমীর পূর্ণ লগ্নে মহাত্মা গান্ধীর ১৫৬ তম জন্মদিনে হলদিয়া আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতি পুজো কমিটি এলাকা সুস্থ রাখতে স্বচ্ছ অভিযানে অংশগ্রহণ করেন পুজো কমিটির সভাপতি সম্পাদক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
No comments