রাজ্য শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কাছে হলদিয়ার পরিকাঠামো নিয়ে অভিযোগ করলেন শিল্প সংস্থার আধিকারিকরা!হলদিয়া শিল্পাঞ্চলের পরিকাঠামো এবং বিভিন্ন শিল্প সংস্থা ঘুরে দেখলেন রাজ্য বিধানসভার শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। শিল্প স…
রাজ্য শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কাছে হলদিয়ার পরিকাঠামো নিয়ে অভিযোগ করলেন শিল্প সংস্থার আধিকারিকরা!
হলদিয়া শিল্পাঞ্চলের পরিকাঠামো এবং বিভিন্ন শিল্প সংস্থা ঘুরে দেখলেন রাজ্য বিধানসভার শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। শিল্প সংস্থা গুলি হলদিয়ার রাস্তাঘাট নিয়ে এদিন স্ট্যান্ডিং কমিটির কাছে একাধিক অভিযোগ করেছে। অভিযোগ এইচ পি এল লিংক রোডসহ হলদিয়া শিল্প সড়কগুলি অবস্থা চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। বর্ষায় রাস্তাঘাটের অবস্থা আরো বেহাল হয়েছে। বিভিন্ন কারখানার শ্রমিক কর্মচারীরা খারাপ রাস্তার কারণে যাতায়াতের সময় বিপাকে পড়ছেন লিঙ্ক রোড সহ একাধিক শিল্প সড়কে স্ট্রিট লাইটের সিংহভাগ খারাপ বেহাল রাস্তার কারণে দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ। হলদিয়া বেসরকারি ব্যাটারি কারখানা এক্সাইড আইভি এল ধানসারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়ামের টার্মিনাল ঘুরে দেখলেন বিধায়ক কানাই চন্দ্র মন্ডল এর নেতৃত্বে ছয় সদস্য স্ট্যান্ডিং কমিটি। মুর্শিদাবাদের নবগ্রাম এর বিধায়ক কানাই বাবুর শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। ওই স্ট্যান্ডিং কমিটি দুদিনের সফরে পূর্ব মেদিনীপুরে এসেছিলেন তারা কাঁথি মাজনায় কাজু শিল্প ঘুরে দেখেছেন ও সমস্যার কথাও শোনেন কাজু প্রসেসিং শিল্পে যুক্ত ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে । স্ট্যান্ডিং কমিটি কাঁথি ও হলদিয়া শিল্প সংস্থা ঘুরে দেখার পর এদিন বিকেলে হলদিয়া ভবনের জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক নেহা বন্দ্যোপাধ্যায় হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় এইচডিএ এক্সিকিউটিভ অফিসার সুরজিৎ পুরকায়স্থ। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বলেন কাঁথিতে কাজু প্রসেসিং শিল্পের জন্য আড়াই কোটি টাকা খরচে একটি কমন ফেসিলিটি সেন্টার তৈরি হয়েছে বিদেশ থেকে কাজু এনে এখানে প্রসেসিং হয়। রাজ্যে কাজু উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হবে। হলদিয়া শিল্প বান্ধব পরিবেশ রয়েছে, রাস্তাঘাট নিয়ে কিছু সমস্যার কথা উঠেছে হলদিয়ার এসডিও বলেন হলদিয়ার প্রশাসনের তরফে স্টান্ডিং কমিটিকে আশ্বস্ত করা হয়েছে। বর্ষার শেষ হলেই রাস্তার কাজ শুরু হবে। শিল্প সড়কের জন্য টেন্ডার হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

No comments