Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খুনের হুমকির অভিযোগে তোলপাড় তৃণমূল! জেলা সভাপতির বিরুদ্ধে সরব যুব সহ-সভাপতি পার্থসারথি মাইতি

খুনের হুমকির অভিযোগে তোলপাড় তৃণমূল! জেলা সভাপতির বিরুদ্ধে সরব যুব সহ-সভাপতি পার্থসারথি মাইতিতৃণমূল কংগ্রেসের অন্দরে ফের উত্তেজনা! দলেরই জেলা সভাপতির বিরুদ্ধে সরাসরি খুনের হুমকির অভিযোগ তুলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করলেন তৃণমূল যুব …

 



খুনের হুমকির অভিযোগে তোলপাড় তৃণমূল! জেলা সভাপতির বিরুদ্ধে সরব যুব সহ-সভাপতি পার্থসারথি মাইতি

তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের উত্তেজনা! দলেরই জেলা সভাপতির বিরুদ্ধে সরাসরি খুনের হুমকির অভিযোগ তুলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি পার্থসারথি মাইতি। এই ঘটনায় অস্বস্তিতে রাজ্য তৃণমূল নেতৃত্ব থেকে প্রশাসন—সব মহলই।

গত কয়েক মাস ধরেই দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বারংবার সমাজ মাধ্যমে সরব হয়েছেন পার্থসারথি। তাঁর এই স্পষ্টবাদী অবস্থান তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল। তবে এবার পরিস্থিতি আরও জটিল আকার নিল।

অভিযোগ অনুযায়ী, দলের দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলার ‘অপরাধে’ পার্থসারথি মাইতিকে প্রকাশ্যে খুনের হুমকি দিয়েছেন তৃণমূলেরই পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি সুজিত রায়। এ বিষয়ে মুখ খুলে পার্থসারথি জানিয়েছেন, তিনি আতঙ্কিত, এবং বিষয়টি হালকা ভাবে নেওয়ার মতো নয়।

এখনই হাত গুটিয়ে বসে থাকেননি পার্থসারথি। রাজ্য নেতৃত্ব এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি। ইতিমধ্যেই রাজ্য তৃণমূল যুব সভাপতি সায়নী ঘোষ, জেলা পুলিশ সুপার, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরেও ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন তিনি।

এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই চাপে তৃণমূলের জেলা নেতৃত্ব। দলের অভ্যন্তরীণ কোন্দল যে দিনদিন বাড়ছে, তা ফের একবার সামনে এল এই অভিযোগের পর।

পার্থসারথির কথায়, "দলের মধ্যে থেকে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছি বলেই আজ আমাকে প্রাণনাশের হুমকি শুনতে হচ্ছে। কিন্তু আমি সত্য বলতেই থাকব।"

রাজ্য নেতৃত্বের তরফে এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া না মিললেও, দলের অন্দরে জোর জল্পনা চলছে—এ ঘটনা তৃণমূলের ভাবমূর্তি ও সামনের নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

No comments