Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হোসিয়ারী শ্রমিকদের মজুরীবৃদ্ধি সহ বিভিন্ন দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে জেলা সম্মেলন !

হোসিয়ারী শ্রমিকদের মজুরীবৃদ্ধি সহ বিভিন্ন দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে  জেলা সম্মেলন !সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : হোসিয়ারী শ্রমিকদের বকেয়া তিন বছরের মজুরীবৃদ্ধি অবিলম্বে কার্যকর,অন্ততঃ ১৫ শতাংশ হারে পূজা বোনাস প্রদান সহ শ্রমিক…

 


হোসিয়ারী শ্রমিকদের মজুরীবৃদ্ধি সহ বিভিন্ন দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে  জেলা সম্মেলন !

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : হোসিয়ারী শ্রমিকদের বকেয়া তিন বছরের মজুরীবৃদ্ধি অবিলম্বে কার্যকর,অন্ততঃ ১৫ শতাংশ হারে পূজা বোনাস প্রদান সহ শ্রমিকদের বিভিন্ন দাবীতে গড়ে ওঠা আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আজ ১২ ই অক্টোবর,কোলাঘাটের বরদাবাড় প্রাইমারী স্কুলে,পঞ্চদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেড় শতাধিক হোসিয়ারী শ্রমিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধি হিসেবে যোগ দেন। শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মধুসূদন বেরা। সম্মেলনের সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠান রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, কোলাঘাট ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক অর্ঘ্য ঘোষ,পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না। সম্মেলন উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশিত হয়। মূল বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি'র রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য শান্তি ঘোষ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংগঠনের যুগ্ম সম্পাদক নব শাসমল। শোক প্রস্তাব পাঠ করেন ইউনিয়নের অপর যুগ্ম সম্পাদক তপন কুমার আদক। নেতৃবৃন্দ অভিযোগ করেন,শ্রমিকদের লাগাতার আন্দোলনের ফলে গত ৫ মাস পূর্বে হোসিয়ারী শ্রমিকদের এক বছরের ন্যূনতম মজুরী অনুসারে মাত্র ৩ শতাংশ মজুরীবৃদ্ধি ঘটেছিল। পরের মাসে বকেয়া আর বছরের মজুরীবৃদ্ধি কার্যকর করা হবে বলে মেকার মালিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সে সময় কথা দিয়েছিল। কিন্তু তা এখনো কার্যকর হয়নি। সম্মেলন থেকে শ্রমমন্ত্রীর নিকট ডেপুটেশন সহ আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ও সংগঠন সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সবশেষে নারায়ন চন্দ্র নায়ককে উপদেষ্টা,মধুসূদন বেরাকে সভাপতি,তপন কুমার আদক ও নব শাসমল কে যুগ্ম সম্পাদক করে ২৯ জনের শক্তিশালী জেলা কমিটি গঠিত হয়। 


 

No comments