শিল্প শহরে দীপান্বিতা উৎসবে দুর্গাচক থানার আবাসিক পুজো কমিটির হাতে দীপাবলি সম্মাননা......
শিল্প শহরে দীপান্বিতা উৎসবে দীপাবলি সম্মাননা তুলে দিলেন হলদিয়া বন্দর পত্রিকা ও হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে।শ্যামা পুজো মেতেছে শিল্প …
শিল্প শহরে দীপান্বিতা উৎসবে দুর্গাচক থানার আবাসিক পুজো কমিটির হাতে দীপাবলি সম্মাননা......
শিল্প শহরে দীপান্বিতা উৎসবে দীপাবলি সম্মাননা তুলে দিলেন হলদিয়া বন্দর পত্রিকা ও হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে।
শ্যামা পুজো মেতেছে শিল্প শহরের বিভিন্ন পুজো মণ্ডপ। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে তিনশতাধিক শ্যামা মায়ের আরাধনায় যুক্ত হয়েছেন আট থেকে আশি সকলেই। জেলায় থিম ও মন্ডপ এবং আলোকসজ্জায় দর্শনার্থীদের মন কেড়েছে। দুর্গাচক থানা আবাসিকদের পুজো স্থায়ী মন্দিরে মায়ের পূজা অর্চনা চলছে। আলোর রোসনায় ভরে উঠেছে সারা থানা এলাকা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্য দিয়ে দীপাবলি উৎসবে মেতে উঠেছেন। হলদিয়া বন্দর পত্রিকা এবং হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে দুর্গাচক থানার আবাসিক পুজো কমিটির হাতে হলদিয়া ডিঘাসীপুরে অবস্থিত নিউ বিদ্যুৎ বেকারি স্পেশাল গিফট ও পুজো সম্মাননা তুলে দেওয়া হয়।
No comments