৩৩ তম বর্ষের ক্ষুদিরাম মেলার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হলো! শিল্প শহরে ক্ষুদিরাম মেলা দেখতে দেখতে প্রায় ৩৩ তম বর্ষের পদার্পণ করলো সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠান ডিসেম্বর ক্ষুদিরাম বসুর জন্মদিন থেকে শুরু হবে। এই মেলা প্রয়াত স্বপন নস্কর…
৩৩ তম বর্ষের ক্ষুদিরাম মেলার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হলো!
শিল্প শহরে ক্ষুদিরাম মেলা দেখতে দেখতে প্রায় ৩৩ তম বর্ষের পদার্পণ করলো সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠান ডিসেম্বর ক্ষুদিরাম বসুর জন্মদিন থেকে শুরু হবে। এই মেলা প্রয়াত স্বপন নস্করের হাত ধরে দীর্ঘ ৩১বছর চলে আসছিল কিন্তু গত ২০২৩ সালে মেলা চলাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। আজ ২৬শে অক্টোবর রবিবার কমিটির সদস্য এবং শুভানুধ্যায়ীদের নিয়ে সভা আলোচিত হয় প্রস্তুতির সভায়। গত বছরের কমিটির সভ্যসম্মতিক্রমে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয় যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন স্বপন দাস ( জহর) এবং অমিত প্রামানিক। কোষাধক্ষ সুদীপ নস্কর,। সভাপরিচালনা করেন সোসাইটি অন্যতম সদস্য ভীঘুরাম মন্ডল। আজকের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর আইনজীবী গোপাল দাস ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্যামল মাইতি, সম্প্রীতি মেলা কমিটির সম্পাদক শেখ সাবির, সুশান্ত কামিলা, কবিতা প্রামানিক প্রমূখ। সভায় সঞ্চালনা করেন সোসাইটির যুগ্ম সম্পাদক অমিত প্রামানিক।শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়া। ৩ রা ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে ক্ষুদিরাম মেলা। মেলার বিশেষ আকর্ষণ বইমেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা সাহিত্য বিজ্ঞান ও মনোগ্য সংস্কৃতি অনুষ্ঠান।

No comments