সকলের কথা সৃজন সম্মান প্রচ্ছদ প্রকাশ!পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থেকে প্রকাশিত সকলের কথা। সকলের কথা প্রতিমাসে বিভিন্ন জায়গায় সকলের কথা দশের আড্ডা ও আলোচনা আসর অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছর নিয়ম করেই সকলের কথা উৎসব সংখ্যা প্রকাশ…
সকলের কথা সৃজন সম্মান প্রচ্ছদ প্রকাশ!
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থেকে প্রকাশিত সকলের কথা। সকলের কথা প্রতিমাসে বিভিন্ন জায়গায় সকলের কথা দশের আড্ডা ও আলোচনা আসর অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছর নিয়ম করেই সকলের কথা উৎসব সংখ্যা প্রকাশিত হয় এবছর আগামী ১৪ই ডিসেম্বর রবিবার বিকাল তিনটায় মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে প্রকাশিত হবে সকলের কথা উৎসব সংখ্যা, এছাড়াও সৃজনসম্মান গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৬শে অক্টোবর রবিবার হললি নদীর পাড়ে খোলা আকাশ প্রাঙ্গণে বিজয়া সম্মেলনে এবং আড্ডা ও আলোচনার আসর অনুষ্ঠিত হয় যার মূল উদ্যোক্তা কবি সাহিত্যিক সাংবাদিক সুজিত ভৌমিক।

No comments