হলদিয়া গঙ্গা মোড়ে দুটি ডাম্পার আটকে বিক্ষোভ!হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত গঙ্গা মোড় থেকে সাদা বালির খাদান অভিযোগ অবৈধভাবে বালি তোলার। বাড় উত্তর হিংলি গ্রাম পঞ্চায়েতের প্রধান গাড়িগুলিকে আটকে রাখে চলে বিক্ষোভ। তাদের দাবি …
হলদিয়া গঙ্গা মোড়ে দুটি ডাম্পার আটকে বিক্ষোভ!
হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত গঙ্গা মোড় থেকে সাদা বালির খাদান অভিযোগ অবৈধভাবে বালি তোলার। বাড় উত্তর হিংলি গ্রাম পঞ্চায়েতের প্রধান গাড়িগুলিকে আটকে রাখে চলে বিক্ষোভ। তাদের দাবি ডাম্পারের উপরে ঢাকনা না দিয়ে গাড়ি চলাচল করার ফলে বালি উড়ে সমস্ত খাবারের দোকানে খাবারের সঙ্গে মিশে যাচ্ছে। ভারী গাড়ি চলার জন্য রাস্তা খালাখন্দে পরিণত হচ্ছে। হলদিয়া সুতাহাটা টু ভূমি সংস্কার আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায় সমস্ত বৈধ কাগজ দেখে গাড়িগুলিকে ছেড়ে দেয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বাড় উওর হিংলী গ্রাম পঞ্চায়েতের প্রধান সংগীতা মেহতা দাস এবং ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য ভরত চন্দ্র হাজরা।
No comments