হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মরত দুই শ্রমিক অগ্নিদগ্ধ!প্রতিদিনের মতোই কাজে এসেছিলেন দুই শ্রমিক অন্যান্য শ্রমিকদের সাথেই নাইট শিফটে যোগদান করেছিলেন । প্রত্যহ কাজের নিয়ম অনুযায়ী বয়লারে কেমিক্যাল ঢালতে হয়। সেই কাজ করতে গিয়েই হ…
হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মরত দুই শ্রমিক অগ্নিদগ্ধ!
প্রতিদিনের মতোই কাজে এসেছিলেন দুই শ্রমিক অন্যান্য শ্রমিকদের সাথেই নাইট শিফটে যোগদান করেছিলেন । প্রত্যহ কাজের নিয়ম অনুযায়ী বয়লারে কেমিক্যাল ঢালতে হয়। সেই কাজ করতে গিয়েই হঠাৎই অগ্নি দগ্ধ হয়। বিশেষ সূত্রে জানা যায়, আহত দুই শ্রমিক ঘনেশ্যাম বেরা বয়স ৪৭ মহিষাদল গেঁওয়াখালী গোয়ালবেড়িয়ার বাসিন্দা। দ্বিতীয় শ্যামাপ্রসাদ পাত্র বয়স ৪৫ বাড়ি সুতাহাটা থানার অন্তর্গত খড়খালি দুন্দিপুরের বাসিন্দা।তৎক্ষণাৎ দুই শ্রমিককে নিয়ে যাওয়া হয় হলদিয়া মহকুমা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পেট্রো কেমিক্যালস কারখানায়। সূত্রে জানা যায় ভোরে নাগাদ পলিপ্রোপিলিন প্রক্রিয়া ইউনিটে অক্সিডাইজার ব্যাচ তৈরীর সময় দুই ঠিক শ্রমিক হপারে বিশেষ ধরনের রাসায়নিক ঢাল ছিলেন। সেই সময় দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়। উদ্ধার করে তাদেরকে প্রথমে হলদিয়া মহকুমার হাসপাতাল নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অগ্নিদগ্ধ ওই দুই শ্রমিককে কলিকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে হাসপাতাল সূত্রের খবর জখমদের অবস্থা আপাতত স্থিতিশীল। কতটা সুরক্ষা মেনে কাজ করা হয়েছিল সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। কারখানার কর্তৃপক্ষের সূত্রে কিছুই জানা যায়। বিশেষ সূত্রে জানা যায় গোটা বিষয়টা আভ্যন্তরীণ নিত্য দিনের কাজ করছিলেন শ্রমিকরা কোন কারণে এই ঘটনা ঘটেছে তবে তাদেরকে কলিকাতা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে জখম ২ শ্রমিকদের চিকিৎসা করানো সহ অন্যান্য বিষয়ে তাদের পাশে রয়েছেন কারখানার কর্তৃপক্ষ। ঘটনা রীতিমতো হলদিয়া এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিল্প শহরে অনেক কারখানা রয়েছে। সরকারের উদাসীনতার জন্য বার্ন ওয়ার্ড হয়েও হলো না। হলদিয়া রিফাইনারি কোটি টাকা খরচ করে বার্ন ওয়ার্ড তৈরি করে গত মাসেই হলদিয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে স্থানান্তরিত করেছেন কিন্তু পূর্বের হাসপাতালে পরিকাঠামো জরাজীর্ণ সেজন্যই নতুন ওয়ার্ড খোলা হয়েছে ইমার্জেন্সি বিভাগ । তারই জন্যে বার্ন ওয়ার্ড হয়েও হলো না চিকিৎসার জন্য পাঠাতে হলো কলিকাতায়। এই ঘটনায় কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন হলদিয়া শিল্পাঞ্চলে চলছে তোলাবাজি তাহলে ডেভলপমেন্ট হবে কি করে। হলদিয়া বার্ন ওয়ার্ড তৈরি হয়ে গেলে বিশেষ করে হলদিয়া শ্রমিকদের অনেক উপকার হবে। রাজ্য সরকার হলদিয়ার শ্রমিকদের হাতে না মেরে পাতে মারার চেষ্টা করছে। আগামী ছাব্বিশে নির্বাচনে তার টের পেয়ে যাবে শাসক দল তৃণমূল। ভিতরে ভিতরে শ্রমিকরা ঐক্যবদ্ধ হচ্ছে।।

No comments