Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রামনগরে তৃণমূলের সাংগঠনিক সভা — ছাব্বিশের ভোট সামনে রেখেই শক্তি প্রদর্শন ঘাসফুল শিবিরের

রামনগরে তৃণমূলের সাংগঠনিক সভা — ছাব্বিশের ভোট সামনে রেখেই শক্তি প্রদর্শন ঘাসফুল শিবিরেরপূর্ব মেদিনীপুর, রামনগর: বছর ঘুরলেই রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। আর সেই ভোটকে পাখির চোখ করে এখন থেকেই সংগঠন মজবুত করতে মাঠে নেমে পড়েছ…

 


রামনগরে তৃণমূলের সাংগঠনিক সভা — ছাব্বিশের ভোট সামনে রেখেই শক্তি প্রদর্শন ঘাসফুল শিবিরের

পূর্ব মেদিনীপুর, রামনগর: বছর ঘুরলেই রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। আর সেই ভোটকে পাখির চোখ করে এখন থেকেই সংগঠন মজবুত করতে মাঠে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এক ইঞ্চি জমিও বিরোধীদের ছেড়ে দিতে নারাজ ঘাসফুল শিবির। তাই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ধারাবাহিক সাংগঠনিক সভা ও কর্মী সম্মেলন।

সেই ধারাবাহিকতায় রবিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ নম্বর ব্লকের অন্তর্গত কাদুয়া গ্রাম পঞ্চায়েতের মাইতিহাটে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মীসভা। সভার নেতৃত্বে ছিলেন রামনগর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনুপ কুমার মাইতি।

সভায় উপস্থিত ছিলেন রামনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, কাদুয়া অঞ্চল তৃণমূল সভাপতি নীললিপ্ত মাইতি, দলের ব্লক আইএনটিটিইউসি সভাপতি অসিত গিরি-সহ আরও বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব।

স্থানীয় কর্মীদের ব্যাপক অংশগ্রহণে সভা প্রাঙ্গণ ছিল উপচে পড়া। শতাধিক তৃণমূল কর্মী-সমর্থকের উপস্থিতি এই সভাকে কার্যত রণসজ্জার মঞ্চে পরিণত করে। বক্তারা দলীয় শৃঙ্খলা রক্ষা, জনসংযোগ বাড়ানো এবং কেন্দ্রীয় সরকারের “বঞ্চনার বিরুদ্ধে” তৃণমূলের আন্দোলনকে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন।

সভায় অনুপ কুমার মাইতি বলেন, “২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। মানুষের পাশে থাকতে হবে, উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের সাঁড়াশি লড়াইয়ের আগে এই ধরনের সভা তৃণমূল কংগ্রেসের সংগঠনের মজবুতি ও অভ্যন্তরীণ সংহতির প্রমাণ দেয়। রামনগর ২ ব্লকে এদিনের কর্মী সম্মেলন সেই বার্তাই দিয়ে গেল, বলে মনে করছে রাজনৈতিক মহল।

No comments