CPIM, TMC ছেড়ে বিজেপিতে যোগ দান, যোগদান কারালে বর্ষীয়ান নেতা শিশির অধিকারী!2026 এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের দিকে ছড়াচ্ছে।পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম পটাশপুর বিধানসভা এই বিধানসভা কেন্দ…
CPIM, TMC ছেড়ে বিজেপিতে যোগ দান, যোগদান কারালে বর্ষীয়ান নেতা শিশির অধিকারী!
2026 এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের দিকে ছড়াচ্ছে।
পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম পটাশপুর বিধানসভা এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক,
এই দাপুটে তৃণমূল নেতার ঘর ভাঙ্গলো কাঁথি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শিশির অধিকারী,
আজ পটাশপুরে বিজেপির পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, রাজ্যের সরকারের বর্তমান পরিস্থিতি দেখে এই সরকারের প্রতি আর ভরসা রাখতে পারছেন বলেই, আজ TMC,CPIM মিলে 17 টি পরিবার বিজেপিতে যোগ দান করলেন,
No comments