Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জিএসটির সুবিধা নিয়ে গাড়ি কেনার দুর্দান্ত অফার দিচ্ছে পালকো টয়োটা!

জিএসটির সুবিধা নিয়ে গাড়ি কেনার দুর্দান্ত অফার দিচ্ছে পালকো টয়োটা!
পুজো মানেই গাড়ি নতুন শাড়ি আর বাড়িকে নতুন করে সাজানো। আর গাড়ি যদি মনের মত না হয় তাহলে কোথাও বেড়াতে গিয়েও আনন্দ পাওয়া যায় না। তাই পরিবারের সকলকে নিয়ে একস…

 


জিএসটির সুবিধা নিয়ে গাড়ি কেনার দুর্দান্ত অফার দিচ্ছে পালকো টয়োটা!


পুজো মানেই গাড়ি নতুন শাড়ি আর বাড়িকে নতুন করে সাজানো। আর গাড়ি যদি মনের মত না হয় তাহলে কোথাও বেড়াতে গিয়েও আনন্দ পাওয়া যায় না। তাই পরিবারের সকলকে নিয়ে একসাথে বেরিয়ে পড়া আনন্দ উপভোগ করার মত নিয়ে এসেছে পালকো টয়োটা তাদের বিভিন্ন মডেলের গাড়ি। বর্তমানে জিএসটি নিয়ে একটি সমস্য চলছে। বাইশে সেপ্টেম্বরের পর জিএসটি অনেকটাই কমিয়ে দিচ্ছে গাড়ি কেনার উপর। তাই অনেকেই থমকে যাচ্ছেন গাড়ি ২২ তারিখের পর কিনব। কিন্তু পালকো টয়োটা হলদিয়ার দিঘাশিপুর জাতীয় সড়ক রাস্তার বিদ্যুৎ বেকারির পাশেই পালকো টয়টা আধিকারিকরা জানালেন ২২ তারিখের আগেও তারা এই ছাড়ে গাড়ি পাবেন। গাড়ি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে একবার এসে শোরুম দেখে যাওয়ার জন্য আবেদন করলেন।

No comments