Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পিতৃপক্ষেই জেলায় পুজোর অনুদান প্রদান শুরু!

পিতৃপক্ষেই জেলায় পুজোর অনুদান প্রদান শুরু!
 পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হল পুজো কমিটি গুলিকে অনুদান প্রদানের প্রক্রিয়া। বৃহস্পতিবার ১৮ ই সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় পুজো কমিটিগুলির হাতে পুলিশ ও প্রশাসন…

 




 পিতৃপক্ষেই জেলায় পুজোর অনুদান প্রদান শুরু!


 পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হল পুজো কমিটি গুলিকে অনুদান প্রদানের প্রক্রিয়া। বৃহস্পতিবার ১৮ ই সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় পুজো কমিটিগুলির হাতে পুলিশ ও প্রশাসনের তরফ থেকে প্রতিকি চেক তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাগৃহে মহিষাদল ব্লকের মোট ৮২টি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়। এদিনের চেক প্রদানের পাশাপাশি পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী, হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ, ডিএসপি(ডিইবি) শান্তব্রত চন্দ, মহিষাদল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা। পুজো কমিটি গুলিকে কয়েক দফা সতর্কতার কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার। জানা গেছে, চলতি বছর পূর্ব মেদিনীপুর জেলার ১২৮৫টি ক্লাব এই অনুদান পেতে চলেছে। যার জন্য পূর্ব মেদিনীপুর জেলায় ১৪কোটি ১৩ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ সুপারের অফিস থেকে সমস্ত থানায় পুজো কমিটিগুলিকে অনুদান প্রদানের জন্য চেক পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই চেক প্রদানের প্রক্রিয়া চলছে জেলা জুড়ে। 

No comments