হলদিয়া জনশিক্ষণের উদ্যোগে হাতের কাজের প্রদর্শনী উদ্বোধনে- স্পর্শিতা
বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভারত সরকার অধীনস্থ জন শিক্ষন সংস্থান--হলদিয়ার উদ্যোগে একটি হাতের কাজের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন ডঃ স্পরশিতা পন্ড…
হলদিয়া জনশিক্ষণের উদ্যোগে হাতের কাজের প্রদর্শনী উদ্বোধনে- স্পর্শিতা
বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভারত সরকার অধীনস্থ জন শিক্ষন সংস্থান--হলদিয়ার উদ্যোগে একটি হাতের কাজের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন ডঃ স্পরশিতা পন্ডাশেঠ। উপস্থিত ছিলেন সংস্হার অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায়। জেলার বিভিন্ন স্থানে জন শিক্ষন সংস্থান--হলদিয়ার দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত সাধারণ মানুষের নিজ হাতে তৈরী জিনিসপত্রের সম্ভার প্রদর্শিত হয়। বিভিন্ন ডিজাইনের পোশাক, ঘর সাজানোর জুটের তৈরি জিনিস,সফট টয়, সুন্দর সুন্দর এমব্রয়ডারি রং কাজ করা পোশাক, বিভিন্ন ডিজাইনের কার্পেট, উৎকৃষ্ট বড়ি, জ্যাম জেলি আচার, ফ্যাশন জুয়েলারী অলংকার প্রভৃতি প্রদর্শনী টিকে আকর্ষণীয় করে তোলে। জেলার প্রত্যন্ত গ্রাম ও শহর থেকে প্রায় ৭০জন প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বহু মানুষ এই প্রদর্শনী দেখেন এবং তাদের পছন্দের জিনিষপত্র কেনাকাটা করেন। শিক্ষার্থীরা তাদের জিনিসপত্রের বাজারগত চাহিদা দেখে উৎসাহিত হন। মাননীয়া স্পর্শিতা পন্ডাশেঠ, অধিকর্তা সুকান্ত বন্দ্যোপাধ্যায় ও সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও সাংবাদিক বন্ধুগন উপস্থিত হয়ে প্রদর্শনীটির ভূয়সী প্রশংসা করেন। বহু মানুষের সমাগমে উৎসব ভবন চত্বর গমগম করে। প্রদর্শনীটি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে। এরমধ্যে দুই শতাধিক ছাত্রছাত্রী দুপুরের আহার গ্রহণ করেন। জন শিক্ষন সংস্থানের কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা ও স্থানীয় মানুষের উপস্থিতিতে প্রদর্শনীটি সম্পূর্ণতা লাভ করে। সারাদিন জন শিক্ষন সংস্থানের অফিস চত্বরে সবধরনের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
No comments