স্বঃসহায়ক দলের মহিলাদের হাতে কোটি টাকার চেক তুলে দিলেন এসবিআই! পূর্ব মেদিনীপুর জেলার স্বনির্ভর গোষ্ঠী প্রায় ৭৫ হাজার রয়েছে প্রতিটি গোষ্ঠীতে ন্যূনতম ১৫ জন করে রয়েছে এই গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করার জন্য ভারত সরকারের পিএম সমৃ…
স্বঃসহায়ক দলের মহিলাদের হাতে কোটি টাকার চেক তুলে দিলেন এসবিআই!
পূর্ব মেদিনীপুর জেলার স্বনির্ভর গোষ্ঠী প্রায় ৭৫ হাজার রয়েছে প্রতিটি গোষ্ঠীতে ন্যূনতম ১৫ জন করে রয়েছে এই গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করার জন্য ভারত সরকারের পিএম সমৃদ্ধি যোজনা সহ বেশ কয়েকটি যোজনা মহিলাদের স্বনির্ভর করার জন্য ব্যাংক মাধ্যমে ঋণ দেওয়া হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/xZWn4dknx_4
সেই ঋণের সুদের হার খুবই কম এবং যথাযথ মহিলাদের উৎসাহিত করার জন্য ছাড়ো দেওয়া হয় বলে জানালেন মহিলারা।এই ঋণ নিয়ে এলাকার মহিলারা যাতে স্বনির্ভর হয়ে উঠেন সে জন্যই বিভিন্ন ব্যাংক সংস্থা এগিয়ে এসেছেন মূলত এই ঋণ নিয়ে টেলারিং জামা কাপড়ের কাটিং, কাপড়ের ব্যবসা জুয়েলারি ব্যবসা পশু পালন এবং পোল্ট্রি ফার্ম করে থাকেন।আজ কুমার চন্দ্র জানা অডিটোরিয়াম হলে হলদিয়া মহিষাদল বিধানসভা এলাকায় প্রায় ৮২ টি গোষ্ঠী মহিলাদের হাতে প্রায় ৮ কোটি টাকা চেক তুলে দেওয়া হয়। এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ডি আর ডি ও সুদীপ মাইতি উপস্থিত ছিলেন ডিজিএম পূর্ণেন্দু মিশ্র, এস বি আই রিজিওনাল ম্যানেজার বিশ্বময় কিশোর এছাড়াও এসবিআই বিভিন্ন শাখা প্রবন্ধ ম্যানেজার ব্যাংকার সহ আধিকারিকগণ।
No comments