রামকি দূষণ কমানোর থেকে দূষণ বাড়িয়ে চলছে, ল্যাপটপ বিতরণ করে মুখ বন্ধ করছে.. কটাক্ষ আইমা!পিতৃপক্ষ চলছে ৭ই সেপ্টেম্বর থেকে সামনে মহালয়া থেকে শুরু হবে পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে মাতৃ পক্ষের শুরু। শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজো শিল্প …
রামকি দূষণ কমানোর থেকে দূষণ বাড়িয়ে চলছে, ল্যাপটপ বিতরণ করে মুখ বন্ধ করছে.. কটাক্ষ আইমা!
পিতৃপক্ষ চলছে ৭ই সেপ্টেম্বর থেকে সামনে মহালয়া থেকে শুরু হবে পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে মাতৃ পক্ষের শুরু। শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজো শিল্প শহরে ধুমধাম করে অনুষ্ঠিত হয়। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় ময়লা আবর্জনা বিভিন্ন জায়গায় পড়ে থাকে হলদিয়া পৌরসভার উদ্যোগে তৈরি হয়েছে ভ্যাট সেই জায়গা থেকে বজ্র পদার্থ সংগ্রহ করে নিয়ে যায় ওয়েস্ট ম্যানেজমেন্ট (রাম কি)। তাদের সিএসআর প্রকল্পে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। রামকি কারখানার বজ্র জল নিষ্কাশন হয় ওই এলাকায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে। ওই এলাকার মানুষজন কোম্পানির ম্যানেজমেন্ট এবং স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন এছাড়া মুখ্যমন্ত্রী কাছ পর্যন্ত তারা তাদের আবেদন পৌঁছে দিয়েছেন। অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন জেলা সভাপতি চিনাংশু গোস্বামী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন আমরা বিগত দু'বছর ধরে শাসক ও প্রশাসনিক দলের কাছে আবেদন করেও কোন কাজ হয়নি। ওই এলাকায় জল পরিবেশ দূষণের ফলে মাছ মরছে, পুকুরের জল ব্যবহার করলে বিভিন্ন রোগে আক্রান্ত এলাকার মানুষ। কারখানার বজ্র জল যথাযথ বাহির করানোর কোন উদ্যোগ নেয়নি প্রশাসন। আমরা জানতে পারলাম প্রশাসনিক কর্তা এবং প্রভাবশালী ব্যক্তিদের সামনে বসিয়ে এলাকার মানুষদের ক্ষতিপূরণ না দিয়ে সেই টাকায় কিছু মানুষদের ল্যাপটপ পাইয়ে দিয়ে মুখ বন্ধ করছেন। আর প্রশাসনিক কর্মকর্তারা দেখছেন।
প্রসঙ্গত, বিশ্বকর্মা পূজা উপলক্ষে ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেডের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে প্রতিবন্ধী মানুষদের ব্যাটারি চালিত ই-সাইকেল এবং বাছাই করা পড়ুয়াদের ল্যাপটপ বিতরণ করা হল। ১৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে হলদিয়ার শ্রীকৃষ্ণপুরে কারখানা চত্বরে ওই সংস্থার নিজস্ব রামকি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় তিনজনকে ই-সাইকেল এবং ৬ জনকে ল্যাপটপ বিতরণ করা হয়। সূত্রে জানা যায় উপস্থিত ছিলেন হলদিয়ার মহকুমা শাসক তথা পুর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, হলদিয়া পুরসভার ফিনান্স অফিসার দুলাল সরকার, সুতাহাটা থানার ভারপ্রাপ্ত আধিকারী দীপক অধিকারী, হলদিয়া লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত, ফ্যাক্টরি ইন্সপেক্টর দেবায়ণ দে প্রমুখ।
No comments