হলদিয়া ডক কমপ্লেক্স রেল ট্র্যাক মেন্টেনেন্স শ্রমিক বৃন্দের বিশ্বকর্মা পুজোয় হলদিয়ার বিধায়িকা- তাপসীশিল্প শহরে দেব শিল্পী বিশ্বকর্মা পুজোয় আলোর রোসনায় মন্ডপ এবং প্রতিমা জনসাধারণ দেখার জন্য পূজোর একদিন আগেই বিভিন্ন মণ্ডপ উদ্ব…
হলদিয়া ডক কমপ্লেক্স রেল ট্র্যাক মেন্টেনেন্স শ্রমিক বৃন্দের বিশ্বকর্মা পুজোয় হলদিয়ার বিধায়িকা- তাপসী
শিল্প শহরে দেব শিল্পী বিশ্বকর্মা পুজোয় আলোর রোসনায় মন্ডপ এবং প্রতিমা জনসাধারণ দেখার জন্য পূজোর একদিন আগেই বিভিন্ন মণ্ডপ উদ্বোধন হয়েছে বিভিন্ন অতিথি বর্গের উপস্থিতিতে। এইচডিসি রেল ট্র্যাক মেইন্টেনেন্স শ্রমিকবৃন্দের পূজো মণ্ডপ ১৭ ই সেপ্টেম্বর শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজো সকালে পুজো মণ্ডপে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন হলদিয়ার বিধানিকা তাপসী মন্ডল। ১৬ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষা মধ্য দিয়ে দেব শিল্পী বিশ্বকর্মা পূজোয় আরাধনায় মেতে উঠেন পুজো কমিটির সকল সদস্য সদস্যবৃন্দ। তাদের মন্ডপ এবং প্রতিমা সাবেকিয়া না কিন্তু পুজোর নতুনত্বের ছোঁয়া বিশেষ করে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে সংগীত আবৃত্তি এবং অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সকল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে। উপস্থিত ছিলেন সিজিএম ইঞ্জিনিয়ারিং মানস মন্ডল পি হালদার এস দন্ড পাঠ পিকে নাথ শিবব্রত মিত্র দেব দীপ্ত সামন্ত বিজয় সিংহ প্রমূখ।পুজো কয়েকটি দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দর্শনার্থীদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন পুজো কমিটি সভাপতি শুভময় পাত্র সম্পাদন নীলাদ্রি চক্রবর্তী এবং ক্রীড়া সম্পাদক শেখ আলাউদ্দিন প্রমূখ।
No comments