Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোটি টাকার হলদিয়ার আইকনিক গেট অবশেষে স্পর্শ করল মাটি!

কোটি টাকার হলদিয়ার আইকনিক গেট অবশেষে স্পর্শ করল মাটি!কোটি টাকার হলদিয়ার আইকনিক গেট অবশেষে স্পর্শ করল মাটি। যে গেট নিচ থেকে হাজার হাজার মানুষ গাড়ির প্রতিদিন চলাচল করতো সকলের মাথার উপরে দাঁড়িয়ে থাকতো হলদিয়ার আইকনিক গেট সেই গে…

 


কোটি টাকার হলদিয়ার আইকনিক গেট অবশেষে স্পর্শ করল মাটি!

কোটি টাকার হলদিয়ার আইকনিক গেট অবশেষে স্পর্শ করল মাটি। যে গেট নিচ থেকে হাজার হাজার মানুষ গাড়ির প্রতিদিন চলাচল করতো সকলের মাথার উপরে দাঁড়িয়ে থাকতো হলদিয়ার আইকনিক গেট সেই গেট অবশেষে মাথা নিচু করল মাটিতে। ২০১৩ সালে এই গেটটি তৈরি হয়েছিল হলদিয়া উন্নয়ন পর্ষদের  উদ্যোগে কোটি কোটি টাকা খরচ করে এই আইকনিক গেটটি তৈরি হয়েছিল।  গেটির দীর্ঘদিন মেরামতের অভাবেই ধীরে ধীরে গেটে বিপজ্জনক হয়ে দাঁড়ায়। ২০২৩ সালে গেটের পরিকাঠামো পরীক্ষা করতে গিয়েই চমকে উঠেন এইচডিএ ইঞ্জিনিয়াররা। গত কয়েক মাস আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ টিম ওই গেটের বর্তমান কাঠামোর স্বাস্থ্য পরীক্ষার পর সেটি দ্রুত সরিয়ে ফেলার পরামর্শ দেয় । এরপরে গেটের কাঠামো সরিয়ে ফেলার তোড়জোড় শুরু হয়। কিন্তু টেন্ডার প্রক্রিয়ার এজেন্সি খুঁজতে অনেকটা সময় হয়েছে নষ্ট হয়েছে। এই গেট নিয়ে প্রায় এক বছর ধরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। এলাকার মানুষরা বলেন বিশাল ওই লোহার কাঠামোর প্রায় দু'বছর ধরে অরক্ষিত অবস্থায় পড়েছিল মেরামতির অভাবে মরচে পড়ে কাঠামো দুর্বল হয়ে পড়ে যে কোন সময়ে এটি তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। তবে শেষমেষ এটি ভাঙ্গা হল এটাই স্বস্তি। তবে ওই গেট সরানোর পর নতুন করে ফের গেট তৈরি করা হবে। জানা গিয়েছিল ডিজাইন পরিবর্তন করা হবে তবে ইঞ্জিনিয়ারদের কাছে তেমন আশ্বাস মেলেনি। পুরনো ডিজাইনেই ফের গেটটি তৈরি করা হবে। কিন্তু কবে হবে সে নিয়ে এখন জল্পনা তুঙ্গে।

No comments