Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এগরায় নয়নজুলি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার সন্দেহে গ্রেপ্তার ১

এগরায় নয়নজুলি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার সন্দেহে গ্রেপ্তার ১ এগরা এলাকায় ব্যাপক চাঞ্চল্য।গত সোমবার সকাল ১০ টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত এলাকার মল্লিকপুরে  ধান জমির পাশে থাকা নয়নজুলি  একটি …

 



এগরায় নয়নজুলি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার সন্দেহে গ্রেপ্তার ১

 এগরা এলাকায় ব্যাপক চাঞ্চল্য।গত সোমবার সকাল ১০ টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত এলাকার মল্লিকপুরে  ধান জমির পাশে থাকা নয়নজুলি  একটি মৃতদেহ পাওয়া গেছিল। ঐ যুবকের  নাম অর্ধেন্দু  পাহাড়ি।মৃত যুবকের বাবা তরুণ পাহাড়ি এগরা থানায় লিখিত অভিযোগ জানায় । মল্লিকপুরে এক যুবক রঞ্জিত মাইতি প্রতি সন্দেহ হয় পরিবারের লোকেদের। এগরায় থানায় রঞ্জিত মাইতি নাম লিখিত অভিযোগের ভিত্তিতে ২ রা সেপ্টেম্বর রাত ১ টা নাগাদ রঞ্জিতের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয় আদালত।  এগরা থানার পুলিশ সঠিক কারণ জানার জন্য ঐ অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনায় এলাকায় সোর্ গোল পড়ে গিয়েছে।

No comments