সামাজিক অবক্ষয় রুখতে পারেন একমাত্র শিক্ষকরা- স্পর্শিতা জন শিক্ষন সংস্থান--হলদিয়ার শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অফিস কর্মচারীদের উদ্যোগে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৬৩তম শিক্ষক দিবস পালিত হয়। ডঃ সরবপল্লী রাধাকৃষ্ণানের…
সামাজিক অবক্ষয় রুখতে পারেন একমাত্র শিক্ষকরা- স্পর্শিতা
জন শিক্ষন সংস্থান--হলদিয়ার শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অফিস কর্মচারীদের উদ্যোগে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৬৩তম শিক্ষক দিবস পালিত হয়। ডঃ সরবপল্লী রাধাকৃষ্ণানের মূর্তি তে মালা দিয়ে অনুষ্ঠানেরসূচনা করেন আইকেয়ারের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবী স্পর্শিতা পন্ডাশেঠ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন সংস্থানের অধিকর্তা সুকান্ত বন্দ্যোপাধ্যায়। তিনি তার বক্তব্যে অনুষ্ঠানের তাৎপর্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।
সংগীত পরিবেশন করেন লোকশিল্পী ভাগীরথী মন্ডল। স্পর্শিতা পন্ডাশেঠ বর্তমান সামাজিক পরিস্থিতিতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। সামাজিক অবক্ষয় রুখতে পারেন একমাত্র শিক্ষকরা। তারা ছাড়া সমাজের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়। শিক্ষক হিসেবে নিজেদের মায়ের ভূমিকার কথা উল্লেখ করেন। সকলের অনুরোধে তিনি একটি সুমিষ্ট সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে জন শিক্ষন সংস্থানে কর্মরত ২০জন শিক্ষক শিক্ষিকা কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সংস্থানের পক্ষে এই সম্মাননা প্রদান করেন আইকেয়ারের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্পর্শিতা পন্ডাশেঠ।নাচ, গান ও আবৃত্তিতে অংশগ্রহণকারী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেন অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। অফিসের অনুষ্ঠান কক্ষটি সুসজ্জিত করেন সেক নূর ইসলাম। উপস্থিত ছিলেন শুকদেব চট্টোপাধ্যায়, উদয় শংকর মন্ডল, পুলক পট্টনায়েক, অমিতাভ বাগ। সমগ্র অনুষ্ঠান টি দক্ষতার সঙ্গে সুষ্ঠু ভাবে পরিচালনা করেন শান্তনু রায়।
No comments