Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিক্ষক দিবসে রাজ্য সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে রক্তদান শিবির!

শিক্ষক দিবসে রাজ্য সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে রক্তদান শিবির!জাতীয় শিক্ষক দিবস শিক্ষক দিবসের শিক্ষক এবং বর্তমান শিক্ষকদের শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট উদ্যোগে বাড়সুন্দরা ইউথ ফোরাম পরিচালনায় স্ব…

 


শিক্ষক দিবসে রাজ্য সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে রক্তদান শিবির!

জাতীয় শিক্ষক দিবস শিক্ষক দিবসের শিক্ষক এবং বর্তমান শিক্ষকদের শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট উদ্যোগে বাড়সুন্দরা ইউথ ফোরাম পরিচালনায় স্বেচ্ছায় মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। 

ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/qnjMX7zT_us

বর্তমানে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী এবং মুমূর্ষ রোগীদের জন্য রক্তের প্রয়োজন। রক্তের যোগান জোগাতেই এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করেন হলদিয়া ব্লাড ব্যাংক। বাড়সুন্দরা ইউথ ফোরামের উদ্যোগে ২৭ বছর ধরে আজকের দিনে রক্তদান শিবির পালন করে আসছেন। রক্তদান জীবন দান, প্রত্যেক রক্তদাতা দের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য মনিটরিং কমিটির চেয়ারম্যান শ্রী নির্মল শর্মা রাজাহাট নিউটাউনের সম্পাদক শ্রী তপন কুমার পাহাড়ী সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের জেলা সম্পাদক অশোক কুমার পন্ডা সম্পাদন মন্ডলী নেতৃত্ব বিলোচন নন্দ শ্যামল মিশ্র সীমন্ত মিশ্র অমিত রঞ্জন মিশ্র তরুণ চক্রবর্তী অসিত বরন পাহাড়ি জেলা কর্মকর্তা সদস্য এবং সদস্যবৃন্দ। অনুষ্ঠানে পৌরহিত করেন ইউথ ফোরাম সংস্থার সভাপতি কৃষ্ণেন্দু দাস সমগ্র অনুষ্ঠানের সার্থক রূপ দান করেন বরেণ্য শিক্ষক কৃষ্ণেন্দু রথ সংস্থার সম্পাদক বুদ্ধদেব সাতঁরা, মহা নাম ভট্টাচার্য প্রমূখ নেতৃত্ব এবং ছিলেন রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সম্পাদন মন্ডলী নেতৃত্ব  পদ্মনাভ চক্রবর্তী প্রমূখ। প্রায় ৫১ জন যুবক-যুবতী স্বেচ্ছা রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্ত দিলেন জানালেন ব্রাহ্মণ ট্রাস্টের অন্যতম সদস্য শংকর অধিকারী।

No comments