টলিউড সিনেমার নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জী র কাছ থেকে সম্মাননা নিচ্ছেন হলদিয়ার অতনু দাসহলদিয়ার ব্যবসায়ী রাজ্যে সর্বোচ্চ সম্মান পেলেন! রাজ্যের বহু ব্যবসায়ী তারা নিজের পায়ে দাঁড়িয়ে সমাজকে নতুন দিশা দেখানোর বার্তা দিচ্ছেন। ইচ্ছ…
টলিউড সিনেমার নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জী র কাছ থেকে সম্মাননা নিচ্ছেন হলদিয়ার অতনু দাস
হলদিয়ার ব্যবসায়ী রাজ্যে সর্বোচ্চ সম্মান পেলেন!
রাজ্যের বহু ব্যবসায়ী তারা নিজের পায়ে দাঁড়িয়ে সমাজকে নতুন দিশা দেখানোর বার্তা দিচ্ছেন। ইচ্ছা থাকলে উপায় হয় সৎ নিষ্ঠাবান ব্যবসার মূল্য লক্ষ্য। সেই লক্ষ্য কে হাতিয়ার করে ব্যবসা বাড়িয়ে চলছে এমনই একজন প্রত্যন্ত শিল্প শহরের গ্রামের ছেলে তাকে রাজ্যের অন্যতম শিরোপা দিলেন এক বহু প্রসারিত নেটওয়ার্ক ডিজিটাল মিডিয়া।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/EYSGbyXAnds
হ্যাঁ আমি ঠিকই কথা বলছি রাজ্যের বহু বেকারি রয়েছে। তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার খাদ্যে গুণগত মান পরিষ্কার পরিচ্ছন্ন এবং আচার-আচরণের মাপকাঠিতে হলদিয়া ডিঘাসী পুরে বাসিন্দা অতনু দাস তিনি সর্বোচ্চ সম্মানে সম্মানিত হলেন। তিনি সম্মান পাওয়ার পর সাংবাদ মাধ্যমে জানিয়েছেন যারা সম্মান দিলেন তাদের কাছে কৃতজ্ঞ থাকলেন কিন্তু এই সম্মান শুধু তিনিপাননি তার বেকারির সকল কর্মচারী কারিগর এবং, যারা প্রতি নিয়ত তাদের বেকারির উৎপাদিত খাদ্য সামগ্রী ব্যবহার করেন তাঁরাও সম্মানিত পেয়েছেন। হলদিয়া নিউ বিদ্যুৎ বেকারি সারা রাজ্যের বিভিন্ন জেলায় তাদের কাউন্টার রয়েছে বর্তমানে উড়িষ্যতেও একটি কাউন্টার তৈরি হয়েছে। দেখতে দেখতে সকলের হৃদয়ে গ্রাহি হয়ে উঠেছে হলদিয়া ডিঘাসীপুরে অবস্থিত নিউ বিদ্যুৎ বেকারি, জন্মদিন ,বিবাহ বার্ষিকী, যেকোনো উৎসবে অনুষ্ঠানে খাদ্য সামগ্রী পাওয়ার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ বিদ্যুৎ বেকারী। আসন্ন দূর্গা পুজো এবং দীপান্বিতা উৎসব অতনু বাবু বলেন উৎসবে সপরিবারে প্রতিমা, মন্ডপ দেখার জন্য বেরিয়ে পড়বেন কিন্তু ক্লান্ত হয়ে কোথায় খাবার খাবেন তার জন্য প্রত্যেকটি জেলা শহরে রয়েছে নিউ বিদ্যুৎ বেকারির নিজস্ব কাউন্টার আসুন কাউন্টারে দেখুন নিজের পছন্দমত খাদ্য সামগ্রী সংগ্রহ করুন। তবে এবারের পূজোতে থাকছে বিশেষ খাদ্য সামগ্রী কেনাকাটার উপর ছাড়। জন্মদিন বিবাহ বার্ষিকী মানেই নিউ বিদ্যুৎ বেকারির কেক। ওডার মতোই সাপ্লাই দেওয়া হয় আর তার জন্যই যোগাযোগ করতে হবে, নিউ বিদ্যুৎ বেকারি নিজস্ব স্টলে গিয়ে যোগাযোগ করুন। পুজো আসছে আর কয়েকদিন পরেই শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজো দুর্গোৎসব এবং দীপান্বিতা উৎসব বাঙালি বাংলার হৃদয়ের উৎসব । উৎসবে মেতে উঠুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই বার্তা দিলেন হলদিয়া ডিঘাসীপুর নিউ বিদ্যুৎ বেকারির অন্যতম কর্ণধার অতনু কুমার দাস।
ফেসবুকে দেখতে হলে
https://www.facebook.com/share/v/175Ymbwg8a/
No comments