মিড ডে মিলের টাকা আত্মসাৎ অভিযুক্ত স্কুলের শিক্ষক!পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে স্কুলছুট ছাত্র-ছাত্রী বন্ধ করতেই অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য স্কুলে স্কুলে শুরু হয়েছে মিড ডে মিল প্রাথমিক স্কুল থেকে হাই স্কুল সর্বত্র চলছ…
মিড ডে মিলের টাকা আত্মসাৎ অভিযুক্ত স্কুলের শিক্ষক!
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে স্কুলছুট ছাত্র-ছাত্রী বন্ধ করতেই অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য স্কুলে স্কুলে শুরু হয়েছে মিড ডে মিল প্রাথমিক স্কুল থেকে হাই স্কুল সর্বত্র চলছে মিড ডে মিল যার দায়িত্বে থাকেন স্কুলের প্রধান শিক্ষক অথবা ম্যানেজিং কমিটি রান্না পরিচালনা করেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা প্রতিদিন সরকারি পোর্টালে লিপিবদ্ধ করতে হয় এবং কি কি খাদ্য তালিকায় ছিল সেটাও জানাতে হয় সরকারকে এবং তারপরেই মাসের শেষে বিল এবং টাকা আসে স্কুল কর্তৃপক্ষের একাউন্টে। ছাত্র-ছাত্রী সংখ্যা প্রকৃত তথ্য জানাতে হয় ওই পোর্টালে কিন্তু কিছু কিছু স্কুল কর্তৃপক্ষ বাড়তি করে ছাত্র-ছাত্রী সংখ্যা লিপিবদ্ধ করেন। ছাত্র-ছাত্রী কম হলে সেটাও কৈফত দিতে হয় কর্তৃপক্ষকে সেজন্যই স্কুল ছুট তালিকা প্রকাশ্যে আনতে চায় না স্কুল কর্তৃপক্ষ। এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ঝিকুরখালি জুনিয়র উচ্চ বিদ্যালয়। স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় উপস্থিত থাকেন ৭০ থেকে ৭৫ জন কিন্তু প্রতিদিন স্কুল কর্তৃপক্ষ ১২৯ জন ছাত্রছাত্রীর সংখ্যা উপস্থিত বলে পোর্টালে লিপিবদ্ধ করেন সেই অনুযায়ী তাদের টাকা আসে। এছাড়াও ২০২১ সাল থেকে এই মিড ডে মিল হিসাব এছাড়াও প্রত্যেক বছর স্কুলের উন্নয়নের জন্য পঞ্চাশ হাজার টাকা দেয় সরকার কর্তৃপক্ষ কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত স্কুলের কোন কার্যক্রম বা উন্নয়নের ব্যবহার হয়নি। এই বিষয়ে স্থানীয় এসডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন। সম্প্রতি কুল কর্তৃপক্ষ স্কুলের মিটিং রেজুলেশনে সিদ্ধান্ত হয়েছেন বিগত তিন বছরের মিড ডে মিলের হিসাব এবং বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পার্ট টাইম শিক্ষক নিয়োগ নিয়ে আলোচনা হয়। সেই সভায় গত কুড়ি আগস্ট এই সভা আলোচনা হয় এবং একুশে আগস্ট তারিখে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং বিদ্যালয়ের উপদেষ্টা কমিটির উপস্থিতিতে ২০২৩ সাল থেকে জুলাই মাস পর্যন্ত মিড ডে মিলের আর্থিক দুর্নীতি তথা স্বীকার করে নেন বিগত প্রায় তিন বছর ধরে সার্বিক ছয় লক্ষ টাকা দুর্নীতি হয়েছে সকলের সাথে আলোচনা করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সুকান্ত মন্ডল বিদ্যালয়ের আর্থিক ক্ষতিপূরণ দেবেন বলে আস্তে আস্তে দিয়েছিলেন।
স্কুলের প্রধান শিক্ষক সুকান্ত মন্ডল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেবেন বিদ্যালয় মিড ডে মিলে এবং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ২৭ মাসে মিড ডে মিলে উদ্বৃত্ত অর্থ আগামী ১ বছরের মধ্যে স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন বলে এই মিটিং এ সিদ্ধান্ত হয়েছে।
No comments