হলদিয়ার আইকন হলদিয়া গেট ভেঙে ফেলার কাজ শুরু হল!নির্ধারিত সময়ের আগেই হলদিয়া ভগ্ন গেট ভেঙে ফেলার জন্য প্রস্তুতি শুরু হয়। যদিও জানা গিয়েছিল রাত্রি আটটা থেকে সকাল ছটা পর্যন্ত ব্রজলালচক হাইরোড থেকে কাবাস এরিয়া পর্যন্ত যান চলাচল…
হলদিয়ার আইকন হলদিয়া গেট ভেঙে ফেলার কাজ শুরু হল!
নির্ধারিত সময়ের আগেই হলদিয়া ভগ্ন গেট ভেঙে ফেলার জন্য প্রস্তুতি শুরু হয়। যদিও জানা গিয়েছিল রাত্রি আটটা থেকে সকাল ছটা পর্যন্ত ব্রজলালচক হাইরোড থেকে কাবাস এরিয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। প্রত্যেক গাড়ি বা যানবাহন জাতীয় সড়ক ১১৬ কাবাস এরিয়া থেকে মহিষাদল হয়ে চৈতন্যপুর থেকে হলদিয়া প্রবেশ করার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে। যারা হলদিয়া থেকে গাড়ি বেরোবে তাদের মহিষাদল হয়ে জাতীয় সড়কে যাওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই পুলিশ প্রশাসন এবং হলদিয়া উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ গেটটি ভেঙে ফেলার সব রকমের প্রস্তুতি শুরু করে। বিকেল সাড়ে চারটা থেকে হাই রোড মেছেদাগামী রাস্তা ওয়ান ওয়ে করে দেওয়া হয়। বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে যায় চূড়ান্ত পর্যায়ে গেট ভাঙার কাজ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও কোন্থম সুধীর সহ বিভিন্ন আধিকারিক এবং ইঞ্জিনিয়ার্স বিভাগ। পর্যাপ্ত পরিমাণে অস্থায়ী আলো ব্যবস্থা করা হয়। গেট ভাঙ্গা দেখার জন্য বহু মানুষ রাস্তার দু'ধারেই দাঁড়িয়ে যায় যদিও বৃষ্টি শুরু হয় বৃষ্টিকে উপেক্ষা করেই গেট ভাঙ্গার কাজ কিন্তু অব্যাহত থাকে।
সঙ্গত ২০১৩ সালে এই হলদিয়ার আইকনিক গেট তৈরি হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনু প্রেরণায় সেই সময় হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। জানা যায় সেই সময় পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া আইকনিক গেট এবং সমুদ্র সৈকত দিঘায় আইকনিক গেট তৈরি হয়। হলদিয়া উন্নয়ন পর্ষদ গেট রিপেয়ারিং এর জন্য ২৩ সালে গেটের আচ্ছাদন খুলতেই নজরে আসে ভয়ংকর পরিস্থিতি গেটের ভিতরের কাঠামো ক্ষতবিক্ষত হয়ে আছে। বোর্ড সভায় সিদ্ধান্ত হয় ঐ গেট সরিয়ে নতুন গেট তৈরি করার । দীর্ঘ সময় চলে গেছে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে কোন মুহূর্তেই গেটটি তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। হলদিয়া উন্নয়ন পর্ষদ তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে আজ ৩রা সেপ্টেম্বর বুধবার সেই গেট ভেঙে দেওয়ার সময় নির্ধারিত হয় এবং ট্রাফিক কন্ট্রোলে নোটিশ জারি করা হয় হাই রোড রাস্তা যান চলাচল বন্ধ থাকবে সেই অনুযায়ী আজ নির্দিষ্ট নির্ধারিত সময় অনেক আগে থেকেই গেট ভেঙে ফেলার কাজ শুরু হয়। তবে এলাকার মানুষের দাবি হলদিয়ার আইকনিক গেট কি পুনরায় তৈরি হবে। ইতিহাসের পাতায় থাকলো হলদিয়ার আইকনিক গেট google ম্যাপে দেখা যাবে ঠিক কিন্তু বাস্তবে আর দেখা যাবে না এই গেট। তাহলে কি নতুন গেট কবে হবে সে নিয়েই জল্পনা শুরু হয়েছে। যদিও আমরা জানতে পেরেছি এই মুহূর্তে ওই খানে নতুন গেট তৈরি করার কোন পরিকল্পনা হলদিয়া উন্নয়ন পর্ষদের নেই। সকলকেই এখন অপেক্ষা করতে হবে কবে হয় সেই হলদিয়ার আইকনিক গেট।
No comments