প্রয়াত হলেন পূর্ব মেদিনীপুর জেলার রেফারিজ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য পরেশ নাথ সৎপতি!গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পূর্ব মেদিনীপুর রেফারিজ্ এ্যসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান পরিচালন কমিটির সহ সভাপতি শ্রদ্ধেয় পরেশ …
প্রয়াত হলেন পূর্ব মেদিনীপুর জেলার রেফারিজ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য পরেশ নাথ সৎপতি!
গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পূর্ব মেদিনীপুর রেফারিজ্ এ্যসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান পরিচালন কমিটির সহ সভাপতি শ্রদ্ধেয় পরেশ নাথ সৎপতি গতকাল ২রা সেপ্টেম্বর মধ্য রাতে পরলোক গমন করেছেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। পরেশ বাবু এক সময়ের দক্ষ রেফারি ছিলেন। পোষ্টিং পেলে আনন্দের সঙ্গে খেলা পরিচালনা করতেন।জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা এবং জেলা পুলিশ স্পোর্টস এ প্রতি বছর অফিসিয়াল হিসেবে তিনি উপস্থিত থাকতেন।খুব রসিক মানুষ ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি সৎ, সাহসী এবং পরিশ্রমী ছিলেন ।হলদিয়া মহকুমা রেফারিজ্ এন্ড আম্পায়ার্স এ্যাসোসিয়েশনের সঙ্গে দীর্ঘ দিন যুক্ত ছিলেন। তিনি বর্তমানে তমলুক মহকুমা রেফারিজ্ এ্যসোসিয়েশনের এবং পূর্ব মেদিনীপুর জেলা রোড রেস এ্যসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছেন। তাঁর অকাল প্রয়াণে জেলা রেফারি সংস্থা এবং অন্যান্য ক্রীড়া সংস্থার অপূরণীয় ক্ষতি হল। সংস্থার পক্ষ থেকে পরেশ বাবুর বিদেহী আত্মার শান্তি কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জানান রেফারিজ এসোসিয়েশনের সকল সদস্য ও সদস্যবৃন্দ।
No comments