Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার ভগ্ন গেট সরিয়ে ফেলা নির্দেশ জারি করল হলদিয়া উন্নয়ন পর্ষদ!

হলদিয়ার ভগ্ন গেট সরিয়ে ফেলা নির্দেশ জারি করল হলদিয়া উন্নয়ন পর্ষদ!গত ২০১৩ সালে আইকনিক হলদিয়া গেট তৈরি হয়েছিল।  হলদিয়া উন্নয়ন পর্ষদের তৎকালীন চেয়ারম্যান শুভেন্দু অধিকারী তাৎপরতায়। হলদিয়া গেটওয়ে এবং সৈকত শহর দীঘা গেটওয়ে…

 




হলদিয়ার ভগ্ন গেট সরিয়ে ফেলা নির্দেশ জারি করল হলদিয়া উন্নয়ন পর্ষদ!

গত ২০১৩ সালে আইকনিক হলদিয়া গেট তৈরি হয়েছিল।  হলদিয়া উন্নয়ন পর্ষদের তৎকালীন চেয়ারম্যান শুভেন্দু অধিকারী তাৎপরতায়। হলদিয়া গেটওয়ে এবং সৈকত শহর দীঘা গেটওয়ে দুটি তৈরি হয়েছিল একই সময়ে। হলদিয়া গেটওয়ে ১১৬ জাতীয় সড়কের উপর তৈরি হয়েছে। সেই গেটটি দীর্ঘদিন তদারকি  না করায় ভগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। হলদিয়া উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ গত বছর ওই গেটটি উপরের আচ্ছাদন খুলে ফেলে এবং তার পরেই দেখা যায় ভয়ানক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ঐ গেট । উন্নয়ন পর্ষদের বোর্ড সভায় সিদ্ধান্ত হয় গেটকে সরিয়ে নতুন গেটে লাগানোর জন্য। কিন্তু দীর্ঘদিন দাঁড়িয়ে থাকে সংবাদমধ্যমে প্রচারিত হয়েছে। খবরের জেরে অবশেষে সেই ভগ্ন গেট সরিয়ে ফেলার নির্দেশ জারি করলেন হলদিয়া উন্নয়ন পর্ষদ। যদিও বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গেট সরিয়ে নেওয়া এবং রাস্তা বন্ধ হওয়ার কথা ছড়িয়ে পড়েছিল কিন্তু আজ হলদিয়া উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি দপ্তরে সহযোগিতায় সংবাদমাধ্যমে জানালেন ৩রা সেপ্টেম্বর রাত্রি ৮টা থেকে ৪ঠা সেপ্টেম্বর সকাল ৬ (ছয়টা)  পর্যন্ত এই গেট ভেঙে ফেলা হবে। আর সেজন্যই ব্রজলাল চক ট্রাফিক সংক্রান্ত বিষয় তথ্য জানালেন। কলিকাতা থেকে যারা জাতীয় সড়ক ধরে আসবেন কাবাসবেড়িয়া হয়ে তার তেরপেক্ষিয়া মহিষাদল হয়ে চৈতন্যপুর হলদিয়া প্রবেশ করতে হবে। ৩রা সেপ্টেম্বর রাত্রি ৮টা থেকে ৪ঠা সেপ্টেম্বর সকাল ছয় টা পর্যন্ত এই গেট খোলার কাজ হবে। সেই সময়ে জাতীয় সড়ক ১১৬ এই রাস্তা যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ইতিমধ্যে হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে চলছে মাইক প্রচার যাতে যাতায়াত করার জন্য কোন রকমে অসুবিধা না হয় তার জন্য বিকল্প যারা হলদিয়া থেকে কলিকাতা যাবে তাদের জন্য ব্রজলালচক হয়ে চৈতন্যপুর হয়ে কাবাস এ্যাড়িয়া এবং যারা কলিকাতা থেকে আসবে জাতীয় সড়ক ধরে তাদের কাবাস এ্যাড়িয়া থেকে চৈতন্যপুর হয়ে হলদিয়া প্রবেশ করতে হবে এই নির্দেশিকা জারি হয়েছে।


No comments