Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া নিউজ, পূজা পরিক্রমা দুর্গাচক মিলন সংঘ ৬১ তম বর্ষে থিম ভাবনা " ডোকরা শিল্প

হলদিয়া নিউজ, পূজা পরিক্রমা দুর্গাচক  মিলন সংঘ ৬১ তম বর্ষে থিম ভাবনা " ডোকরা শিল্প! হলদিয়া-মেছেদা রাজ্য সড়কের পাশে হলদিয়া দুর্গাচক মিলন সংঘ ডোকরা শিল্প মণ্ডপসজ্জা ও প্রতিমা দর্শকদের আকৃষ্ট করেছেন। প্রতিমা ও মন্ডপ দেখার জন…

 



হলদিয়া নিউজ, পূজা পরিক্রমা দুর্গাচক  মিলন সংঘ ৬১ তম বর্ষে থিম ভাবনা " ডোকরা শিল্প!

 হলদিয়া-মেছেদা রাজ্য সড়কের পাশে হলদিয়া দুর্গাচক মিলন সংঘ ডোকরা শিল্প মণ্ডপসজ্জা ও প্রতিমা দর্শকদের আকৃষ্ট করেছেন। প্রতিমা ও মন্ডপ দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড়। বৃহৎ পরিসরে বাঁশ,কাঠ,রঙিন কাগজ,ফোম,সুতো সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ডোকরা শিল্প মন্ডপ। তার সঙ্গে রঙিন বিজলি বাতির রোশনাইয়ে সাজানো হয়েছে সারা পুজো মণ্ডপ। হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকা উদ্যোগে পূজা পরিক্রমায় দুর্গা চক মিলন সংঘ পুজো কমিটির হাতে মানপত্র ট্রফি এবং একটি গিফট তুলে দেওয়া হয়। এবং সাধারণ দর্শকদের উদ্দেশ্যে দর্শক ক্যুইজ পরিবেশিত হয়। সাধারণ সম্পাদক পূর্ণ চন্দ্র মাইতি বলেন, “প্রত্যেক বছর নতুন কিছু ভাবনা এছাড়া নরনারায়ণ সেবা দুস্থ মানুষদের জন্য পোশাক তুলে দেওয়া জন্য রয়েছে । এই কাজ আমরা করে থাকি। সারা বছর দুস্থ অসহায় মানুষদের পাশে থাকার অঙ্গীকার করে দুর্গাচক মিলন সংঘ।  আজকের হলদিয়া নিউজ ও হলদিয়া বন্দর পত্রিকার পক্ষ থেকে এই পুরস্কার দেওয়ায় আমরা সত্যিই আপ্লুত হলাম। মণ্ডপ সজ্জায় দর্শনার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান পূজো মণ্ডপে ভাল কিছু উপহার দেওয়াতে আমরা আনন্দিত।” মহাসপ্তমীর সন্ধ্যায় হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার উদ্যোগে পুজো পরিক্রমায় আমাদের সম্মান দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। পুজো কমিটির সভাপতি মিলন মন্ডল বলেন এই পুরস্কার পেয়ে আমরা আপ্লুত হয়েছি। আজকের পূজো কমিটি সকল সদস্যরা হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকা পুজো পরিক্রমা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য পূজো পরিক্রমা তরফ থেকে পুজো কমিটির কাছে কৃতজ্ঞ।



No comments