হলদিয়া শিল্প শহরে দুর্গাপূজোর মন্ডপে পুজোর সম্মান তুলে দেওয়া হলো বিভিন্ন পূজো কমিটির হাতে!
পুজো মানে মণ্ডপ সজ্জায় থিমের প্রতিযোগিতা । পুজো ঘিরে মেলা,নতুন কাজের পরিপাটি উপস্থাপনা । বাহারি আয়োজন হাঁকডাক হইচই উন্মাদনায় ভরপুর প…
হলদিয়া শিল্প শহরে দুর্গাপূজোর মন্ডপে পুজোর সম্মান তুলে দেওয়া হলো বিভিন্ন পূজো কমিটির হাতে!
পুজো মানে মণ্ডপ সজ্জায় থিমের প্রতিযোগিতা । পুজো ঘিরে মেলা,নতুন কাজের পরিপাটি উপস্থাপনা । বাহারি আয়োজন হাঁকডাক হইচই উন্মাদনায় ভরপুর পরিবেশ । শিল্পীদের গানের ডালিতে উন্মাদনা উচ্ছ্বাস ভরপুর বিনোদন সন্ধ্যা । শহর থেকে গ্রামেও সেই আনন্দের ঢেউ আছড়ে পড়েছে।
হলদিয়া আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতির দুর্গোৎসব!পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার অন্তর্গত ২৮ নম্বর ওয়ার্ড হলদিয়া আজাদ হিন্দ নগর তাদের সাবেকিয়ানা মন্ডপ এবং মূর্তি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। মহালয়ার পূর্ণ লগ্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল এই মণ্ডপের উদ্বোধন করেছিলেন। আজ মহা ষষ্ঠীর পূর্ণ লগ্নে ফিতা কেটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এই মণ্ডপের উদ্বোধন হয়। আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতির পুজো মণ্ডপে বিশেষ পুজো সম্মাননা প্রদান করা হয়। ছিলেন পুজো কমিটির সম্পাদক গোপাল প্রসাদ দত্ত এবং পুজো কমিটির সভানেত্রী মৌ মুখার্জি। হলদিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড ভবানীপুর সবার আসর দুর্গোৎসব কমিটির ৬০তম বর্ষে দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার মাধ্যমিক উচ্চমাধ্যমিকৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা সভা এবং এলাকার বয়স্কদের সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়। হলদিয়া নিউজ চ্যানেলে কমিটির সম্পাদক স্বপন মাইতি তিনি বলেন সকালে পূর্ব মেদিনীপুর জেলার অনাথ অসহায় (হ্যান্ডিক্যাপ) বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় ৫০ জন ছেলেমেয়ে এই পুজো মন্ডপে এসেছিলেন তাদেরকেও আমরা যথাযথ সম্মান প্রদর্শন করেছি এই পূজায় চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আজ হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে পুজোর সম্মাননা পেয়ে আপ্লুত হয়ে পড়লেন কমিটির সম্পাদক স্বপন মাইতি।থিম এবং সাবেকিআনায় পুজোর পরিবেশ সেজে উঠছে হলদিয়া ব্লকে । সেইসঙ্গে সেবামূলক কাজ তো রয়েছেই । তবে পুজোর মন্ডপ তৈরীর ক্ষেত্রে যতটা সম্ভব জৌলুস আনা যায় সেই চেষ্টা করলেন । হলদিয়া ব্লকের দাড়িবেড়্যা শ্রীসংঘের ৩৫ তম বর্ষে এবার পুজোয় থিম "দুর্গা এলো ঘরে" । বাঁশ, কাঠ , থার্মোকল ,রঙিন কাপড় এবং বিভিন্ন কারু কাজে সাজানো হচ্ছে এই পুজো মন্ডপ । ১৫ লাখ টাকা বাজেটের এই পুজোয় বেশ কিছু সামাজিক কর্মসূচিও রয়েছে । সাবেকিয়ানা থাকলেও ৭০ ফুট উচ্চতার মন্ডপ তৈরি করে চমক দিতে চলেছে দাড়িবেড়্যা মাইলপোস্ট ইয়ংস্টার ক্লাব । ১৪ লক্ষ টাকা বাজেটের এই পুজোয় দুঃস্থদের নতুন পোশাক উপহারের পাশাপাশি এলাকার ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ বিতরণের আয়োজন রয়েছে । "আদিবাসী গ্রাম"থিম ভাবনায় হলদিয়ার ব্রজলালচক মুক্ত পথিক ক্লাবের এবার ২৫ তম বর্ষের পুজো মন্ডপ সেজে উঠছে । বাজেট ৭ লাখ টাকা । পুজো ঘিরে বস্ত্র বিতরণ থেকে চারাগাছ বিতরণ এমন বিভিন্ন কর্মসূচি রয়েছে । বাপুজি বাজার আশার আলো তাদের এবারের পূজো ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে সরকারি অনুদান না নিয়েও তাদের পুজো সাবেকিয়ানা মণ্ডপ এবং মূর্তি আলোর রোশনায় ভরে উঠেছে এলাকা দুস্থ ও অসহায় মানুষদের নতুন পোশাক এবং রক্তদান শিবিরের মধ্য দিয়ে তাদের এবারের পূজার্চনা। উদ্বোধন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় বাড়বাসুদেবপুর সাহু বাজার দুর্গোৎসব কমিটি সাত লাখ টাকা বাজেটের সাবেকি পুজোর আয়োজন করেছে । পুজার মাঙ্গলিক অষ্টমীতে অঞ্জলি শেষে এলাকার মানুষজনকে ফল বিতরণের আয়োজন থাকছে । নবমীতে কুমারী পুজোয় এখানে আর এক বিশেষ আকর্ষণ । এলাকার মানুষদের সুস্থ রাখতে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় জানালেন পুজো কমিটির অন্যতম সদস্য মহাদেব। হলদিয়া ব্লকের দেভোগ কিসমত শিবরাম নগর গ্রামের বাণীশ্রী সংঘের এবার ২৮ বছরে পা দিয়েছে । চার লাখ টাকা বাজেটের সাবেকি এই পুজোয় এলাকার ছেলেমেয়েদের নিয়ে নাটক, যোগ ব্যায়াম প্রদর্শন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে । ৯১ তম বছরের পুজোর আয়োজন করেছে স্থানীয় মনোহরপুর সুভাষ স্পোর্টিং ক্লাব । বাজেট ১১ লাখ টাকা । আয়োজনের আরম্বরতা না থাকলেও পুতুল নাচ, যাত্রাপালা, বিচিত্রা অনুষ্ঠানের জমজমাট আয়োজন থাকছে এই পুজোতে । থাকছে নবমীতে ভোগ খাওয়ার বিশাল আয়োজন । হলদিয়া ব্লকে চাউলখোলা গ্রামে কাত্যায়নী মহিলা কমিটির পুজো ঘিরে চলছে তোড়জোড় । মহিলা পরিচালিত এই পুজোর বাজেট ৩ লাখ টাকা । গ্রামীন এলাকা হলেও হলদিয়া ব্লক জুড়ে থাকছে এমন বিভিন্ন পুজো মন্ডপ ঘিরে আনন্দ আয়োজন । সুতাহাটা ব্লকের কেমন বেশ কিছু থিম পুজো আকর্ষণীয় হয়ে উঠছে । স্থানীয় চৈতন্যপুর নবতারা'র ৩০ তম বর্ষে থিম "এ বিশ্ব তোমার আমার/চলো যাই মায়ানমার" । মায়ানমারের নীল সমুদ্র, আদিবাসী জীবন, প্রাকৃতিক সৌন্দর্য এবার ধরা পড়ছে নবতারার পূজো মণ্ডপে । বাজেট ৩৫ লাখ টাকা । সেই সঙ্গে বেশ কিছু সমাজ কল্যাণমূলক কাজের আয়োজন থাকছে এবারের পুজোতে । পুজোর উদ্বোধন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চৈতন্যপুর যুগের যাত্রী, এবার ৩৭ তম বর্ষে থিম করেছে"ডোকরা শিল্প ও শিল্পী জীবন" । হাতের কারু কাজে নির্ভর করে ডোকরা শিল্পীদের জীবনযাত্রার বাস্তব কাহিনী পুজো মন্ডপে তুলে ধরা হচ্ছে । বাজেট ২০ লাখ টাকা । থাকছে বস্ত্র বিতরণ, স্কুল ব্যাগ,খাতা অন্যান্য সরঞ্জাম বিতরণ সহ সামাজিক বিভিন্ন কল্যাণমূলক কাজ । অন্যদিকে স্থানীয় নিউ স্টার ক্লাবের থিম "শান্তি ফিরে আসুক" । শান্তির বার্তা ছড়াতে মন্ডপে সামনে থাকছে বিশাল আকৃতির বুদ্ধমূর্তি । বাজেট প্রায় ২৬ লাখ টাকা । স্বাস্থ্য পরীক্ষা শিবির, কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা, শিক্ষা সরঞ্জাম বিতরণ ইত্যাদি । চৈতন্যপুর ক্যাকটাস ক্লাবের ১৫ তম বর্ষে এবার পুজোর থিম"অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো" । বাজেট ১৫ লাখ টাকা । হাসপাতালে রোগীদের ফল বিতরণ সহ বেশ কিছু সামাজিক কর্মকাণ্ড রয়েছে । সাবেকি পুজোর আয়োজন থাকছে ব্লকের সাহাপুর আমরা সবাই ক্লাবে এবং হরিণভাষা সার্বজনীন পুজোতে । সাবেকি আয়োজন থাকলেও বাল্যবিবাহ বন্ধ, অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়ার বার্তা থাকছে স্থানীয় বাহারডাব ভাতৃ সংঘের দুর্গা পুজোতে । এবার ভাতৃ সংঘের পুজোর বাজেট ৬ লাখ টাকা । জোর দেওয়া হয়েছে সাংস্কৃতিক আয়োজনে । ৪৭ তম বর্ষে স্থানীয় কাশিপুর সুভাষ ক্লাবের মন্ডপ সেজে উঠছে কাল্পনিক মন্দিরের আদলে । বাজেট ৪ লাখ টাকা । চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন । স্থানীয় কুকড়াহাটি ইউথ কর্নারের পুজো এবার ৩১ বছরে । বাজেট ৩ লাখ টাকা । সাবেকি আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা থাকছে । কুকড়াহাটি পল্লীজ্যোতি পাঠাগারে দুর্গা পুজো মহিলা পরিচালিত । দু লাখ টাকা বাজেটের এই পূজোতে এলাকার সকল স্তরের মানুষ মেতে ওঠেন । সব মিলিয়ে সুতাহাটা ব্লকে এবার পুজোর বর্ণাঢ্য আয়োজনে আনন্দ আকর্ষণের পারদ চড়ছে ।হলদিয়া দুর্গোৎসব কমিটির সপ্তম বর্ষের পুজোর মন্ডপ সজ্জায় থিম "আবহমান" । শিল্পী তপন শেঠের শিল্প ভাবনা এবং কারু কাজে সেজে উঠছে মন্ডপটি । অতীতের গ্রামীণ আটচালা থেকে বনেদি বাড়ি, অভিজাত আবাসন ক্রমান্বয়ে মন্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে । সময়ের সঙ্গে ভাবনার উদ্বর্তন, ঐতিহ্য মিশিয়ে থিম "আবহমান" এবার হলদিয়ার বিশেষ আকর্ষণ । পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক লক্ষ্মণ শেঠ, পুজো ঘিরে এই বৈচিত্র শিল্প বৈভব, শৈল্পিক উৎকর্ষতার বিশেষ নিদর্শন বলে জানিয়েছেন । অন্যদিকে মন্ডপ সজ্জায় "বিলুপ্তপ্রায় ডোকরা শিল্প"তুলে ধরে দর্শনার্থীদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছে হলদিয়ার মিলন সংঘ দুর্গোৎসব পূজা কমিটি । শিল্পী চন্দন মাইতি সহ ৩০ জন শিল্পীর নিরলস চেষ্টায় ফাইবার, প্লাইউড,ফোম, মাটির প্রদীপ, ঘন্টা, লণ্ঠন ইত্যাদির কারু কাজে এবার তাদের ৬২ তম বর্ষের পুজোয় দৃষ্টিনন্দন হয়ে উঠেছে মণ্ডপটি । ৩৫ লাখ টাকা বাজেটের এই থাকছে সাংস্কৃতিক বর্ণাঢ্য আয়োজন । হলদিয়ার হাজরা মোড় মৈত্রভূমি সার্বজনীন দুর্গোৎসবে এবারের থিম "বিষ্ণু মন্দির" । প্রায় ৭০ ফুট চওড়া এবং ৬৫ ফুট উচ্চতার এই মন্ডপের গায়ে শিল্প কাজ চোখে পড়ার মতো । ৪০ লাখ টাকা বাজেটের মৈত্রীভূমির পুজোতে কলকাতার শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাই নাচ গানের জমজমাট আসর বসানোর প্রস্তুতি নিয়েছেন । বিভিন্ন সামাজিক কর্মসূচির পাশাপাশি নববীতে দশ হাজার মানুষকে ভোগ প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে । জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক আশিস হাজরা । হলদিয়ার দুর্গাচক মঞ্জুশ্রী মোড় লাগোয়া বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘের পুজোর থিম "চাই না হতে উমা"। কন্যা ভ্রূণ হত্যা থেকে নারী নিগ্রহ, অত্যাচার, নারী পাচার,বাল্যবিবাহ, সেইসঙ্গে নারী সুরক্ষার বিষয়টি শিল্পী দেবাশিস মাইতি এই মন্ডপে ফুটিয়ে তুলেছেন । এবার তাদের ৩৭ তম বর্ষে এই পুজোর বাজেট ৪০ লাখ টাকা । হলদিয়া টাউনশিপে আইওসি হলদিয়া রিফাইনারি দুর্গোৎসব কমিটির এবার তাদের ৫৬ তম বর্ষের পুজোয় থিম "কেদারনাথ" । ৩০ লাখ টাকা বাজেটের এই পুজো টাউনশিপে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু । স্থানীয় ল্যান্ডমার্ক-রিস্তে-শঙ্খিনী আবাসন পুজো কমিটি এবং ক্লাস্টার নাইন পল্লীমঙ্গল পুজো কমিটি সাবেকি পুজোর আয়োজনে মেতে উঠেছে ।
হলদিয়া-মেছেদা রাজ্য সড়ক হলদিয়া হাই স্কুলের পাশেই হলদিয়া দুর্গাচক নবাঙ্কুর মহিলা কমিটির পুজো মণ্ডপ সাবেকিয়ানা। মণ্ডপসজ্জা ও প্রতিমা দর্শকদের আকৃষ্ট করেছেন। প্রতিমা ও মন্ডপ দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড়। কমিটির সদস্য বলেন “প্রত্যেক বছর নতুন কিছু ভাবনা এছাড়া দুস্থ মানুষদের জন্য পোশাক তুলে দেওয়া জন্য রয়েছে । এই কাজ আমরা করে থাকি সারা বছর দুস্থ অসহায় মানুষদের পাশে থাকার অঙ্গীকার করে দুর্গাচক নবাঙ্কুর মহিলা কমিটি তিনি বলেন আমরা দেখতে দেখতে প্রায় ৮ম বর্ষে পদার্পণ করলাম। পুজো কমিটির সভানেত্রী মনিমালা করন বলেন এই পুরস্কার পেয়ে আমরা আপ্লুত হয়েছি।হলদিয়া দুর্গাচক কলোনি বাজার ব্যবসায়ী সমিতি পুজো ৫৭ তম বর্ষে মণ্ডপ সাবেকিয়ানা। মণ্ডপসজ্জা ও প্রতিমা দর্শকদের আকৃষ্ট করেছেন।সাধারণ সম্পাদক সত্য শংকর শাহু বলেন, “প্রত্যেক বছর নতুন কিছু ভাবনা এছাড়া নরনারায়ণ সেবা দুস্থ মানুষদের জন্য পোশাক তুলে দেওয়া জন্য রয়েছে মানবতার কুঠীর। এই কাজ আমরা করে থাকি। সারা বছর দুঃস্থ অসহায় মানুষদের পাশে থাকার অঙ্গীকার করে দুর্গাচক কলোনি বাজার ব্যবসায়ী সমিতি। তিনি বলেন আমরা দেখতে দেখতে প্রায় ৫৭ তম বর্ষে পদার্পণ করলাম আমাদের পুজো মণ্ডপ প্রতিমা কখনোই আমরা পুরস্কৃত হয়নি। আজকের হলদিয়া নিউজ ও হলদিয়া বন্দর পত্রিকার পক্ষ থেকে এই পুরস্কার দেওয়ায় আমরা সত্যিই আপ্লুত হলাম। মণ্ডপ সজ্জায় দর্শনার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান পূজো মণ্ডপে ভাল কিছু উপহার দেওয়াতে আমরা আনন্দিত।” পুজো কমিটির সভাপতি কাত্তিক চন্দ্র দাস অধিকারী বলেন এই পুরস্কার পেয়ে আমরা আপ্লুত হয়েছি।
No comments