Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শারদোৎসবের প্রায় শেষ লগ্ন, মহানবমী!

শারদোৎসবের প্রায় শেষ লগ্ন, মহানবমী!
যজ্ঞ হয় আজ, তাই এটিও "মহা"নবমী বলা যায়। কুমারী পূজা আজকে একটি গুরুত্বপূর্ণ পুজোর অংশ, বেশিরভাগ ক্ষেত্রে এটা মহাষ্টমীতে হয়, কিছু ক্ষেত্রে মহানবমীতেও হয়। পুরাকালে কোলাসুর নামক এক দানবকে …

 


শারদোৎসবের প্রায় শেষ লগ্ন, মহানবমী!


যজ্ঞ হয় আজ, তাই এটিও "মহা"নবমী বলা যায়। কুমারী পূজা আজকে একটি গুরুত্বপূর্ণ পুজোর অংশ, বেশিরভাগ ক্ষেত্রে এটা মহাষ্টমীতে হয়, কিছু ক্ষেত্রে মহানবমীতেও হয়। 

পুরাকালে কোলাসুর নামক এক দানবকে দেবী কুমারীরূপে বধ করেন। আর ছড়িয়ে যায় কুমারী পুজোর কথা। এক থেকে ষোলো বছর বয়সী 

কন্যাকে কুমারী পুজো করা যায়। বয়স অনুযায়ী এনাদের ভিন্ন ভিন্ন নাম। কন‍্যার বয়স এক হলে "সন্ধ্যা", দুই হলে "সরস্বতী", তিন হলে "ত্রিধামূর্তি", চার হলে "কালিকা", পাঁচ হলে "সুভগা", ছয়ে"উমা", সাতে "মালিনী", আট-এ "কুব্জিকা", নয় হলে "কালসন্দর্ভা", দশ হলে "অপরাজিতা", এগারো হলে "রুদ্রাণী", বারোয় "ভৈরবী", তেরোয় "মহালক্ষ্মী", চোদ্দোয় "পীঠনায়িকা", পনেরো হলে "ক্ষেত্রজ্ঞা" ও ষোলো হলে "অম্বিকা "। 



No comments