স্মার্ট মিটার নিয়ে মত বিনিময় সভাসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার প্রতিরোধ,সরকারী শিক্ষা ব্যবস্থা রক্ষা,এলাকার নিকাশী খাল-নালাগুলিকে দ্রুত সংস্কার করা,আইসিডিএস, আশা ও মোটর ভ্যান শ্রমিকদের জলন্ত স…
স্মার্ট মিটার নিয়ে মত বিনিময় সভা
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার প্রতিরোধ,সরকারী শিক্ষা ব্যবস্থা রক্ষা,এলাকার নিকাশী খাল-নালাগুলিকে দ্রুত সংস্কার করা,আইসিডিএস, আশা ও মোটর ভ্যান শ্রমিকদের জলন্ত সমস্যা সমাধান,এস.আই.আর.'র নামে মানুষকে হয়রানি বন্ধ প্রভৃতি দাবীতে এবং জি.এস.টি.'র নানান খুঁটিনাটি বিষয় নিয়ে আন্দোলনকে শক্তিশালী করতে আজ এস.ইউ.সি.আই.(কমিউনিস্ট)দলের চন্ডীপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে চন্ডীপুরের পাঠভবন হলে সকল পেশার মানুষজনদের নিয়ে এক মনোজ্ঞ মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন,জেলা কমিটির সদস্য স্বপন জানা ও আঞ্চলিক কমিটির সম্পাদক স্বপন ভৌমিক। উপস্থিত সবাইয়ের নানা ধরনের প্রশ্নত্তোরভিত্তিক আলোচনা প্রাণবন্ত হয়ে ওঠে।
No comments