বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এন.এস.এস ইউনিট – I “জাতীয় ক্রীড়া দিবস উদযাপন”বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে এন.এস.এস. ইউনিট – I-এর উদ্যোগে “জাতীয় ক্রীড়া দিবস” উৎসাহ ও আনন্দের সাথে উদযাপিত হয়। অনুষ্ঠানে সমাজবিদ্যা বিভাগের অধ্যাপ…
বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এন.এস.এস ইউনিট – I “জাতীয় ক্রীড়া দিবস উদযাপন”
বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে এন.এস.এস. ইউনিট – I-এর উদ্যোগে “জাতীয় ক্রীড়া দিবস” উৎসাহ ও আনন্দের সাথে উদযাপিত হয়। অনুষ্ঠানে সমাজবিদ্যা বিভাগের অধ্যাপক ব্রহ্মদেব জানা , সংস্কৃত বিভাগের প্রফেসর মিলন মুরা এবং রসায়ন বিভাগের প্রফেসর ড. গৌরহরি মণ্ডল সহ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এন.এস.এস. স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে “চামচ দৌড়, বাহু কুস্তি, দড়ি টানা ও কেরম” প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করে। সমগ্র অনুষ্ঠানটি এন.এস.এস.ইউনিট -I এর প্রোগ্রাম অফিসার চিরঞ্জিত দাস এর তত্ত্বাবধানে সুচারুভাবে সম্পন্ন হয়।
No comments