Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার ভগ্ন গেট সরিয়ে নতুন গেট লাগানোর দাবি করলেন ভূমিপুত্র- প্রদীপ

হলদিয়ার ভগ্ন গেট সরিয়ে নতুন গেট লাগানোর দাবি করলেন  ভূমিপুত্র- প্রদীপহলদিয়া বন্দরে প্রবেশপথ ব্রজলালচকের ২০১৩ সালে আইকনিক গেট তৈরি করে ছিল হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর নেতৃত্বে (এইচডিএ)। দেড় দশকের মধ্য…

 




হলদিয়ার ভগ্ন গেট সরিয়ে নতুন গেট লাগানোর দাবি করলেন  ভূমিপুত্র- প্রদীপ

হলদিয়া বন্দরে প্রবেশপথ ব্রজলালচকের ২০১৩ সালে আইকনিক গেট তৈরি করে ছিল হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর নেতৃত্বে (এইচডিএ)। দেড় দশকের মধ্যেই বর্তমান ডিজাইনের গেট সরিয়ে ফেলে নতুন ডিজাইনের গেট তৈরির সিদ্ধান্ত নিয়েছেন হলদিয়া উন্নয়ন পর্ষদ । এজন্য টেন্ডার ডেকেছেন এইচ ডি এ। সূত্রের খবর,সংস্থার চেয়ারম্যান জ্যোতির্ময় কর  জানিয়েছেন দীর্ঘদিন মেরামতের অভাবেই বর্তমান গেট বিপদজনক হয়ে উঠেছে। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ টিম গেটের বর্তমান কাঠামোর স্বাস্থ্য পরীক্ষার পর সেটি দ্রুত সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছে।

 কিন্তু সেই গেটের কাঠামো সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু হয়নি। তবে কবে নাগাদ ওই গেট সরানো হবে তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতহল তৈরি হয়েছে। ওই গেটটি ১৩ বছর আগে প্রায় তিন কোটি টাকা খরচ তৈরি হয়েছিল। ওই গেটের পাশে পার্ক রয়েছে ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর হয় গেটের আকার ও সময় বিশাল করে তৈরি হয় এইচ ডি চেয়ারম্যান জ্যোতির্ময়কর জানিয়েছিলেন বর্তমান ঐ গেট সরানো এবং নতুন গেটের জন্য দুটি টেন্ডার ডাকা হয়েছে। বর্ষার আগেই গেট তৈরি হয়ে যাবে আশা করছি। জানা যায় হলদিয়া উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার কোন্থম  সুধীর জানিয়েছেন টেন্ডার করে একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা গেট সরিয়ে তার মালপত্রে মূল্যায়ন করে বিক্রি করবে অন্য সংস্থা নতুন গেট তৈরি করবে ইতিমধ্যে নতুন গেটের ডিজাইন জমা পড়েছে আগামী বোর্ড মিটিংয়ে সেটি পাস হবে । ওই গেট এখন বিপজ্জনক  অবস্থায় হলদিয়ার আইকন গেট টি ঝুলে রয়েছে। যেকোন মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। অবিলম্বে এই ভগ্ন গেটটি সরিয়ে নিয়ে নতুন গেট বসানোর আবেদন করলেন হলদিয়ার পুত্র প্রদীপ বিজলী। তিনি বলেন বর্ষা কেটে গিয়ে সামনে পুজো আর পূজোর মুহূর্তে যদি ওই গেটটি  দুর্ঘটনা ঘটে কয়েকশো মানুষের মৃত্যু ঘটবে। মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে হলদিয়া উন্নয়ন পর্ষদ। আমরা সূত্রে জেনেছি এখনও পর্যন্ত কোন টেন্ডার হয়নি। টেন্ডার হয়েই যদি থাকে তাহলে বর্ষাকাল তো শেষের পথে তাহলে এখনো খোলা হলো না? কেন ওই বিপদজনক অবস্থায় গেটটি ঝুলে রয়েছে । যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটবে অবিলম্বে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে তিনি বললেন ওই গেটটি খুলে নেওয়ার জন্য আবেদন করলেন।

No comments