Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এগরার ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো উপলক্ষে খুঁটি পুজো

এগরার ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো উপলক্ষে খুঁটি পুজো খুঁটি পুজো হল দুর্গাপুজোর একটি আচার। এটি মূলত দুর্গাপুজোর সূচনা হিসেবে ধরা হয় এবং প্যাণ্ডেল তৈরির জন্য খুঁটি পোঁতার আগে এই পুজো করা হয়। এই দিনটিকে দুর্গ…

 




এগরার ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো উপলক্ষে খুঁটি পুজো

 খুঁটি পুজো হল দুর্গাপুজোর একটি আচার। এটি মূলত দুর্গাপুজোর সূচনা হিসেবে ধরা হয় এবং প্যাণ্ডেল তৈরির জন্য খুঁটি পোঁতার আগে এই পুজো করা হয়। এই দিনটিকে দুর্গাপূজোর আনুষ্ঠানিক সূচনা হিসেবেও ধরা হয়। এই পুজো দেবীর মূর্তি প্রতীককে মণ্ডপে আসার জন্য আমন্ত্রণ জানায়। খুঁটি পুজোর মাধ্যমে মণ্ডপ এবং দেবী মূর্তিকে সুরক্ষা প্রদান করা হয়, যাতে কোনও অশুভ শক্তি তাদের ক্ষতি করতে না পারে। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরার ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো উপলক্ষে খুঁটি পুজোর আয়োজন করা হয়। এবার ১১তম বর্ষে পদার্পণ করল এই সংঘের দুর্গাপুজো। এদিন এগরা পুরসভার ৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় ঘটা করে এবং সাড়ম্বরে ও পূজার্চনার মাধ্যমে খুঁটি পুজো করা হয়। এবার থাকবে নজরকাড়া থিম এবং সাবেকিয়ানায় পুজো। এগরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের সভাপতি জয়ন্ত কুমার সাহু জানিয়েছেন, আমাদের পাড়া, আমাদের পরিবার! মাতৃকোলে সবুজায়ন- এই হচ্ছে এবার ২০২৫ এর থিম। আমাদের মাটির প্রতিমা। আমরা প্রকৃতিকে একেবারেই সুন্দরভাবে তুলে ধরতে চেয়েছি মায়ের কোলে। আমাদের প্যাণ্ডেল থাকবে "বটবৃক্ষ"। তার মাঝখানে " মা" পুজিত হবেন। পুরো সবুজ থাকবে সবকিছুই। এদিন সবুজ বাঁচাতে এলাকায় চার হাজার চারাগাছ বিতরণ করা হয়। এটা দিয়েই শুরু। পুরোপুরি সবুজায়নে - সবুজ বিপ্লব।

No comments