কন্ট্রাক্টরের সঙ্গে যোগসাজ করে শ্রমিক নেতা পেটালো শ্রমিকদের!
হলদিয়ায় কারখানার শ্রমিককে রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের ঘটনার অভিযোগ ।দুর্গাচকে তৃণমূলের শ্রমিক সংগঠনের শ্রমিককে রাতের অন্ধকারে কারখানার বাইরে ডেকে নি…
কন্ট্রাক্টরের সঙ্গে যোগসাজ করে শ্রমিক নেতা পেটালো শ্রমিকদের!
হলদিয়ায় কারখানার শ্রমিককে রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের ঘটনার অভিযোগ ।দুর্গাচকে তৃণমূলের শ্রমিক সংগঠনের শ্রমিককে রাতের অন্ধকারে কারখানার বাইরে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক পেটালো তৃণমূলের আইএনটিটিইউসির শ্রমিক নেতা ।গতকাল গভীর রাতের ঘটনা ।
বর্তমানে হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।এই মর্মে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।দুর্গাচকে ইন্দোরমা কারখানার হলদিয়া ডকসাইড -মন্ডল ট্রান্সপোর্ট কো্ থেকে পন্য পরিবহনের শ্রমিকদের উপর রাতের অন্ধকারে আক্রমণ ।ইন্দোরমা ডকসাইড পন্য পরিবহনের শ্রমিক সংখ্যা প্রায় ৮০ ।তাদের বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছিল শ্রমিকরা ।শ্রমিকদের অভিযোগ ,ইন্দোরমা তাদের কন্টাকটার ও কারখানা কর্তৃপক্ষের যোগ সাজেসে এই আন্দোলন রুখতে, রাতের অন্ধকারে এভাবে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করিয়েছে তৃণমূলের আইএনটি টিইউসির নেতা । অভিযোগের তীর উঠছে তাদের কন্টাক্টর ও কারখানার কর্তৃপক্ষের দিকে ।অপরদিকে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ।তৃণমূলের আইএনটি টিইউসি নেতা পেটালো তৃণমূলের সমর্থিত শ্রমিক রুপসাগর দোলা, প্রদীপ বেরাকে।পেটানোর ঘটনায় অভিযোগের নাম উঠছে তৃণমূলের আইএনটিটিইউসি নেতা সাবির আলী ও কন্টাকটার মন্ডল ট্রান্সপোর্টারের বিরুদ্ধে । সূত্রে জানা যায়, মন্ডল ট্রান্সপোর্টারের খাস লোক সাবির আলী ।তৃণমূল নেতা সাবির আলী রাতের অন্ধকারে দলবল নিয়ে এসে বেধড়ক পেটায় দুই শ্রমিক কে ।
No comments