৭৯তম স্বাধীনতা দিবসে ডিঃঘাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা !
১৫ই আগস্ট, ২০২৫ শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবসে ডিঃঘাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকারা প্রভাত ফেরী দিয়ে শুরু করে। তারপর যথা…
৭৯তম স্বাধীনতা দিবসে ডিঃঘাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা !
১৫ই আগস্ট, ২০২৫ শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবসে ডিঃঘাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকারা প্রভাত ফেরী দিয়ে শুরু করে। তারপর যথাযোগ্য মর্যাদার সহিত জাতীয় পতাকা উত্তোলন, সমবেত জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের উদ্দেশ্যে নিরবতা পালন করা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা সংগীত, নৃত্য, হাস্যকৌতুক ও প্রশ্নোত্তরসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে ৭৯তম স্বাধীনতা দিবস পালন করা হল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ডিঃঘাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক তথা ১৭ নং ওয়ার্ড এডুকেশন কমিটির সম্পাদক সম্মানীয় যশরাজ ব্রহ্মচারী স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশদে আলোচনা করেন। ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সম্মানীয় সেক আজগর আলী মহাশয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীতারা পারভিন, সহশিক্ষক যশরাজ ব্রহ্মচারী, সহশিক্ষক অশোক দাস, সহশিক্ষিকা সোমা রানি দাস, সহশিক্ষিকা অঞ্জনা হুতাইত ভূঞ্যা, সহশিক্ষিকা আম্বিয়া খাতুন, সহশিক্ষিকা মুনমুন মন্ডল, সহশিক্ষিকা নিলিমা প্রধান দাস মহাশয়া ও আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সর্বশেষে প্রধান শিক্ষিকা সমস্ত ছাত্রছাত্রীদের ভালোবাসা ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
No comments