প্রশাসনের হস্তক্ষেপে কোলাঘাটের দেউলিয়া বাজারে অবিলম্বে আন্ডারপাস (VUP) নির্মাণের দাবীতে আগামীকাল ২৬ আগষ্ট মুম্বাই রোড অবরোধের কর্মসূচী আপাততঃ স্থগিত বিক্ষোভ সভার ডাক!সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক : কোলাঘাট ব্লকের দেউলিয়া বাজ…
প্রশাসনের হস্তক্ষেপে কোলাঘাটের দেউলিয়া বাজারে অবিলম্বে আন্ডারপাস (VUP) নির্মাণের দাবীতে আগামীকাল ২৬ আগষ্ট মুম্বাই রোড অবরোধের কর্মসূচী আপাততঃ স্থগিত বিক্ষোভ সভার ডাক!
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক : কোলাঘাট ব্লকের দেউলিয়া বাজারের উপর দিয়ে ব্যস্ততম ১৬ নম্বর জাতীয় সড়ক(মুম্বাই রোড)গিয়েছে। রাস্তার একদিকে দেউলিয়া হীরারাম হাইস্কুল,অন্যদিকে দেউলিয়া বালিকা বিদ্যামন্দির সহ কয়েকটি প্রাইমারী স্কুল রয়েছে। এছাড়াও ঐ স্থানে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুল বাজার এবং একটি বড় মাছের আড়ত ও সব্জি বাজার রয়েছে। ফলস্বরূপ কয়েক হাজার ছাত্র-ছাত্রী,ফুলচাষী-ব্যবসায়ী সহ সাধারণ মানুষ পারাপারে ভীষণ সমস্যার সম্মুখীন হন। এলাকার জনসাধারণের দীর্ঘদিনের দাবীকে মান্যতা দিয়ে নিরাপদে পারাপারের সুব্যবস্থা জন্য 'জাতীয় সড়ক কর্তৃপক্ষ(NHAI) গত ২০১০ সালে আন্ডারপাশ (VUP) নির্মাণের অনুমোদন দেন। কিন্তু তারপর কাজ শুরু না হওয়ায় ২০১৫ সালে দলমত নির্বিশেষে গঠিত 'দেউলিয়া বাজার ফ্লাইওভার কাম সাবওয়ে নির্মাণ সংগ্রাম কমিটি'র নেতৃত্বে এলাকার বাসিন্দারা লাগাতর আন্দোলন শুরু করেন। তার জেরে আন্ডারপাসের জন্য জমি অধিগ্রহণ,দু'পাশে সার্ভিস রোড তৈরি এবং ফুলবাজার স্থানান্তরিত করবার জন্য পানশিলায় স্থায়ীভাবে ছাউনীযুক্ত বাজার নির্মাণের কাজ প্রায় ৫ বছর আগে শেষ হলেও আজো আন্ডারপাস নির্মাণ না হওয়ায় জাতীয় সড়কে নানা ধরনের দুর্ঘটনা লেগেই রয়েছে। হাজার হাজার ছাত্র-ছাত্রী সহ সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে।
ওই কমিটির সভাপতি তথা দেউলিয়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক গৌরহরি পাল ও সম্পাদক আনন্দ হান্ডা ক্ষোভের সাথে বলেন,বিষয়টি নিয়ে কমিটির পক্ষ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ,জেলা শাসক,মহকুমা শাসক,জেলা পরিষদ,বিডিও সহ সমস্ত প্রশাসনিক দপ্তরে বহুবার জানানো হলেও এখনো কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় নি। এমতাবস্থায় আমাদের কমিটি বাধ্য হয়েই আগামী ২৬ আগষ্ট বোম্বে রোড অবরোধের কর্মসূচির ডাক দেয়।
ঐ পরিপ্রেক্ষিতে ১৮ আগষ্ট কোলাঘাট ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষ,জাতীয় সড়ক কর্তৃপক্ষ,কোলাঘাট থানা ও ট্রাফিক ও.সি.,ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সম্পাদক,পঞ্চায়েত সমিতির সভাপতি,পুলশিটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ কমিটির নেতৃবৃন্দের এক সভা আহ্বান করেন। সভার পরই উপস্থিত সবাই জমি জট কাটানো ও হাই টেনশন ইলেকট্রিক পোল সরানোর লক্ষ্যে কোলাঘাটের বিদ্যুৎ দপ্তরে স্টেশন ম্যানেজারকে নিয়ে ওই স্থান পরিদর্শন আসেন। এরপর ২০ আগষ্ট অতিরিক্ত জেলা শাসক (ভূমি),বি ডি ও,কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অপর একটি বৈঠক করেন।
ওই দুটি বৈঠকের আলোচনামত বি ডি ও জমি জট কাটানো সহ পোল সরানোর বন্দোবস্ত করে শীঘ্রই আন্ডারপাস নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন কমিটির নেতৃবৃন্দকে লিখিতভাবে। সেই পরিপ্রেক্ষিতে আগামীকাল ২৬ আগষ্টের বোম্বে রোড অবরোধের কর্মসূচি আপাতত স্থগিত রেখে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি করা হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ন চন্দ্র নায়ক বলেন,দেউলিয়া ফুলবাজারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার কয়েক হাজার ফুলচাষী-ফুলব্যবসায়ী প্রত্যহ ভোর তিনটে থেকে সকাল আটটা পর্যন্ত ফুল কেনাবেচার কারণে আসেন। দুর্ঘটনা রোধে আন্ডারপাস নির্মাণের পাশাপাশি পানসিলার ফুলবাজারটিও দ্রুত চালু করতে হবে।
নেতৃবৃন্দ বলেন,আন্দোলনের চাপে বিডিও মহাশয়ের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু আগামী ২ মাসের মধ্যে আন্ডারপাস (VUP) নির্মাণের কাজ শুরু না হলে কমিটি পুনরায় বোম্বে রোড অবরোধের কর্মসূচি নিতে বাধ্য হবেন।
No comments