Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আন্তর্জাতিক মাতৃভাষা প্রসার পরিষদের উদ্যোগে সাহিত্যসভা!

আন্তর্জাতিক মাতৃভাষা প্রসার পরিষদের উদ্যোগে সাহিত্যসভা!চামেলী ভট্টাচার্য হাওড়া : বাংলা ভাষা লড়াই যখন কেন্দ্র এবং রাজ্য সরকার মধ্যে ঠান্ডা লড়াই চলছে ইতিমধ্যে রাজ্য সরকার দাবি করছেন বাংলা ভাষায় যেখানে কথা বলছেন সেখানেই বাঙালিরা…

 


আন্তর্জাতিক মাতৃভাষা প্রসার পরিষদের উদ্যোগে সাহিত্যসভা!

চামেলী ভট্টাচার্য হাওড়া : বাংলা ভাষা লড়াই যখন কেন্দ্র এবং রাজ্য সরকার মধ্যে ঠান্ডা লড়াই চলছে ইতিমধ্যে রাজ্য সরকার দাবি করছেন বাংলা ভাষায় যেখানে কথা বলছেন সেখানেই বাঙালিরা আক্রান্ত হচ্ছে। বাঙ্গালীদের অপমান করা হচ্ছে। তাই ইতিমধ্যে কলিকাতা মেয়র  কলিকাতার সমস্ত দোকানে বাংলা দোকানের নাম লেখা একটি নির্দেশিকা দিয়েছেন। বাংলার বাঙালির প্রাণের স্পন্দন বাংলা ভাষা সে ভাষা মাতৃভাষা মায়ের ভাষাকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছরই বাংলা ভাষার প্রত্যেকের হৃদয়ে রাখতে, অবনীন্দ্রাথ সভাঘরে ২৪ শে আগস্ট রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা প্রসার পরিষদের অনুষ্ঠান হলো। অনুষ্ঠানে সূচনা সঙ্গীত পরিবেশন করেন ডাঃ সেঁজুতি মন্ডল,কবিতা পাঠে ছিলেন কবি ও সম্পাদক সঞ্জীব কুমার রাহা, সুনন্দ দত্ত,  সীমা ভৌমিক,কমল দে শিকদার, সুব্রত দাশ, জয়দেব রয়, জিয়াউল, গিতশ্রী  সাহা,স্নিগ্ধা সেন, দীপক পন্ডা  , বোলপুরের গান দড়িয়া গান পরিবেশন করে সকলের মন জয় করে নিয়েছেন। কবি সুবীর সরকার প্রশংসার দাবি রাখে। এক অপূর্ব অনুষ্ঠান হলো।


No comments