কোলাঘাট ব্লকের জলবন্দীদের বিডিও অফিস অভিযানের প্রস্তুতিতে পরমানন্দপুরে সভা সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : কোলাঘাট ব্লকের জলবন্দী পরিস্থিতিতে জমা জল দ্রুত বের করা সহ ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবীতে ২৯ শে…
কোলাঘাট ব্লকের জলবন্দীদের বিডিও অফিস অভিযানের প্রস্তুতিতে পরমানন্দপুরে সভা
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : কোলাঘাট ব্লকের জলবন্দী পরিস্থিতিতে জমা জল দ্রুত বের করা সহ ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবীতে ২৯ শে অগাস্ট বিডিও অফিস অভিযানের ডাক দিয়েছে কৃষকদের অরাজনৈতিক সংগঠন কৃষক সংগ্রাম পরিষদ। ওই কর্মসূচির প্রস্তুতিতে আজ সন্ধ্যায় পরমানন্দপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে পরিষদের উদ্যোগে এলাকার ভুক্তভোগী মানুষজনদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল বক্তব্য রাখেন পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। সভাপতিত্ব করেন মৃনাল কান্তি বেরা। এছাড়াও বক্তব্য রাখেন সভার আহ্বায়ক অভিজিৎ পাত্র ও সুবল সামন্ত।
নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন,বর্ষার পূর্বে ব্লক এলাকার সোয়াদিঘী,টোপা ও দেনান খাল সংস্কার শুরু হলেও কাজের গতি খুবই শ্লথ। গুরুত্বপূর্ণ দেহাটি,চাপদা-গাজই প্রভৃতি খালগুলি সংস্কারে এখনো হাত দেওয়া হয়নি। সর্বোপরি "নো কষ্ট" পদ্ধতিতে ওই নিকাশী খালগুলি কতটা কিভাবে কতদিনের মধ্যে সংস্কার হবে,তা নিয়ে দেখা রয়েছে যথেষ্ট সংশয়।উপরোক্ত বিষয়গুলি ছাড়াও পানশিলায় দেহাটি ব্রীজের পিলারের বেড়িগুলি না ভাঙার কারণে ও বরদাবাড় সহ কয়েকটি জায়গায় জলস্তরের কাছাকাছি পি এইচ ই'র পাইপলাইন থাকায় এবং মাঠের মধ্যে বেআইনি ভেড়ি গড়ে ওঠা সহ খালের ভেতরে বেআইনি নির্মাণ থাকায় জল ঠিকমত নিকাশী হতে পারছে না। এমনকি নিকাশী খালগুলির যে যে জায়গাগুলিতে ব্রীজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানেও ক্রশবাঁধগুলি পূর্ণাঙ্গরূপে ঠিকমত পরিষ্কার করা হয়নি। সে কারণে দেড় মাসেরও বেশি সময় ধরে এলাকাগুলি জলমগ্ন হয়ে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।
অবিলম্বে ব্লকের জলবন্দী এলাকার জলনিকাশীর দাবীতে উক্ত কর্মসূচিতে এলাকার ভুক্তভোগী মা-বোন, ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের জনসাধারণকে অংশগ্রহন করার জন্য আবেদন জানাচ্ছি।
No comments