রাজভবন অভিযানের প্রস্তুতিতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের নন্দাইগাজনে বিদ্যুৎ গ্রাহকদের সভা!সংবাদদাতা- নারায়ন চন্দ্র নায়ক: বিদ্যুতের বেসরকারিকরণ ও স্মার্ট প্রিপেড মিটার লাগানো বন্ধ,বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার, গ…
রাজভবন অভিযানের প্রস্তুতিতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের নন্দাইগাজনে বিদ্যুৎ গ্রাহকদের সভা!
সংবাদদাতা- নারায়ন চন্দ্র নায়ক: বিদ্যুতের বেসরকারিকরণ ও স্মার্ট প্রিপেড মিটার লাগানো বন্ধ,বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার, গৃহস্থে মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড়,কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ ও,অন্যায়ভাবে লোডের ভিত্তিতে অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট আদায় না করে গ্রাহকদের জমা রাখা সিকিউরিটির উপর আইনসম্মতভাবে সুদের টাকা ফেরতের দাবীতে বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র রেজিস্টার্ড সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)'র ডাকে ২রা সেপ্টেম্বর রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওই কর্মসূচি থেকে লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহকদের গনস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীকে রাজ্যপালের মাধ্যমে দেওয়া হবে। ওই কর্মসূচির প্রস্তুতিতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের নন্দাইগাজনে বিদ্যুৎ গ্রাহকদের সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক। সভাপতিত্ব করেন রবীন্দ্র নাথ পড়িয়া। নারায়ণবাবু গনস্বাক্ষর সংগ্রহ অভিযানে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের সামিল হওয়ার পাশাপাশি গ্রামে গ্রামে স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত বন্ধে গ্রাহক প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান।
No comments