দাঁতন ২ নম্বর ব্লকের সাউরি কোটবাড় গ্রাম পঞ্চায়েতে পাড়ার সমাধান শিবিরে এলাকার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি'র মধ্য দিয়েই উপকৃত হবেন …
দাঁতন ২ নম্বর ব্লকের সাউরি কোটবাড় গ্রাম পঞ্চায়েতে পাড়ার সমাধান শিবিরে এলাকার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি'র মধ্য দিয়েই উপকৃত হবেন গ্ৰাম বাংলার বাসিন্দারা। যেখানে প্রতিটি বুথে ১০লক্ষ্য টাকার কাজ করা হবে বলেও জানা গেছে।
সেই মতো ২৫শে আগষ্ট সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লকের সাউরি কোটবাড় গ্ৰাম পঞ্চায়েতের তিনটি বুথ নিয়ে সাউরি হাইস্কুল ক্যাম্পাসে আয়োজিত হয় পাড়ায় সমাধান শিবির। এদিন পরিদর্শন করলেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, দাঁতন ২ ব্লকের বিডিও অভিরুপ ভট্টাচার্য, দাঁতন ২ ব্লকের কর্মাধ্যক্ষ যথাক্রমে শেখ ইফতেখার আলি, বিপ্লব বেরা ও শঙ্কর ভূঞা, সাউরি কোটবাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ সামন্ত, দলের অঞ্চল তৃণমূল সভাপতি অজয় কুমার মহাপাত্র প্রমুখ।
ওই ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি তিনটি বুথের সাধারণ মানুষদের কাছ থেকে পাড়ার সমস্যা নিয়ে একাধিক দাবিও শুনে দেখলেন ব্লকের আধিকারিকগণ এবং জনপ্রতিনিধিরা।
পরিদর্শন শেষে অজয় কুমার মহাপাত্র জানান, এই ক্যাম্পের মধ্য দিয়ে এলাকার বিভিন্ন সমস্যা গুলি সমাধান করা হবে। এছাড়াও যে গুলি বড়ো সমস্যা থাকবে তা ওই স্কিমের মধ্যে থেকে না হলে জেলা পরিষদ থেকে তৈরি করা হবে।
No comments