সোনার গয়না কেনাকাটার উপর কি ধামাকা রাজলক্ষ্মী শুনলে আপনিও অবাক!সোনার গয়না কেনাকাটার উপর ধামাকা চলছে শুনলে আপনি অবাক? রাজলক্ষ্মী মানেই নতুনত্ব, অন্যকে নকল বা অনুকরন করা নয়।কলিকাতার সাথে হলদিয়া সংবাদপত্রের সোনার দামে সোনা পাবেন…
সোনার গয়না কেনাকাটার উপর কি ধামাকা রাজলক্ষ্মী শুনলে আপনিও অবাক!
সোনার গয়না কেনাকাটার উপর ধামাকা চলছে শুনলে আপনি অবাক? রাজলক্ষ্মী মানেই নতুনত্ব, অন্যকে নকল বা অনুকরন করা নয়।
কলিকাতার সাথে হলদিয়া সংবাদপত্রের সোনার দামে সোনা পাবেন।সঞ্চয় হোক বা অলঙ্কার— সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। কিন্তু কলকাতা ও হলদিয়া রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম একই।আসছে পূজা ধামাকা নিয়ে রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস ।আর মাত্র কয়েকদিন বাকি বাংলার বাঙালি দুর্গোৎসব। কে না অপরূপ হয়ে সাজতে চায়? সোনার ও রুপোর গয়না কেনাকাটার বিশেষ ছাড় বছর প্রথম দিন থেকে শুধুই অফার দিচ্ছে হলদিয়া রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস। জন্মাষ্টমীতে ৩৬ তম বর্ষে পদার্পণ করেছে। তার আগে থেকেই চলছে সোনার গহনা কেনাকাটার উপর ধামাকা অফার। রথযাত্রা, জন্মাষ্টমী, শারদীয়ার দুর্গাপূজো এবং দীপান্বিতা উৎসব, রাজলক্ষ্মী মানেই সারা বছরে বিভিন্ন সময়ে ধামাকা অফার নিয়ে আসেন। রাজলক্ষ্মী জুয়েলারী ওয়ার্কস সোনা কিনা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান । তারা নিয়ে এসেছেন এই মুহূর্তে ১০ গ্রাম সোনার তৈরি জিনিসের মজুরির উপর ১২০০ টাকা ছাড়। জানালেন রাজলক্ষ্মী জুয়েলারী অন্যতম কর্ণধার মধুসূদন কুইলার পুত্র বাপ্পাদিত্য কুইলা
No comments