ধারালো অস্ত্র দিয়ে শ্বশুরের হাত কেটে দিল গুণধর জামাই!ঘটনাটি ঘটেছে ভগবানপুর এলাকার শিমুলিয়া গ্রামে। পুরনো আক্রোশের জেরেই বারবার আক্রমণ করত জামাই এমনটাই অভিযোগ স্থানীয় সূত্রে। উল্লেখ্য নন্দ বর্মন অর্থাৎ অভিযুক্ত কয়েক বছর আগে শশ…
ধারালো অস্ত্র দিয়ে শ্বশুরের হাত কেটে দিল গুণধর জামাই!
ঘটনাটি ঘটেছে ভগবানপুর এলাকার শিমুলিয়া গ্রামে। পুরনো আক্রোশের জেরেই বারবার আক্রমণ করত জামাই এমনটাই অভিযোগ স্থানীয় সূত্রে।
উল্লেখ্য নন্দ বর্মন অর্থাৎ অভিযুক্ত কয়েক বছর আগে শশুর গোকুল গুড়া মেয়েকে পালিয়ে বিয়ে করেছিলেন এবং যখন বিয়ে করেছিলেন তখন মেয়ে না বালিকা ছিল।বাড়ি থেকে মেয়ের নিখোঁজ অভিযোগ থানায় করেছিলেন গোকুল গুড়া। অভিযোগের ভিত্তিতে জামাই নন্দ বর্মনকে তৎকালীন সময় গ্রেফতার করেছিল পুলিশ পরবর্তীতে।
বিশেষ সূত্রে জানা গেছে মেয়ে না বালিকা হওয়ার কারণে এখনো পর্যন্ত সরকারি আবাসনে রয়েছেন। আদালতে মামলা চলতে থাকে। মামলা চলার ফলে আবারও গ্রেফতার হয় জামাই নন্দ। এই মামলা কেন চলছে এই অভিযোগে বেশ কয়েকবার নাকি শ্বশুরের ওপর নিশংস হামলা চালিয়েছিল জামাই নন্দ বর্মন। তখন বিভিন্ন ঐশ্বরিক আশীর্বাদে বেঁচে যান শ্বশুর। এবারে কিন্তু ধারালো অস্ত্রের আঘাতে নন্দ পেশায় শিক্ষক শ্বশুর গোকুল গুড়ার হাত কেটে দিল।।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা যায়নি অভিযুক্ত পলাতক
No comments