স্বাধীনতার ৭৯ তম বর্ষে মেচেদায় ক্রীড়া-সাংস্কৃতিক ও স্বাস্থ্যশিবির!
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: কেউ স্বাস্থ্য কর্মী,কেউ ইউনিভার্সিটির ছাত্র,কেউ বা আবার উচ্চ শিক্ষিত বেকার যুবক-এদের সকলের ইচ্ছে পিছিয়ে পড়া যাদের দেখে না কেউ,এমন…
স্বাধীনতার ৭৯ তম বর্ষে মেচেদায় ক্রীড়া-সাংস্কৃতিক ও স্বাস্থ্যশিবির!
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: কেউ স্বাস্থ্য কর্মী,কেউ ইউনিভার্সিটির ছাত্র,কেউ বা আবার উচ্চ শিক্ষিত বেকার যুবক-এদের সকলের ইচ্ছে পিছিয়ে পড়া যাদের দেখে না কেউ,এমন পরিবারের পাশে দাঁড়ানো। ওই স্বপ্নকে সফল করতে ৩৪ জন স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে ২০২৪ সালে মেছেদায় গড়ে উঠেছিল 'মানুষ মানুষের জন্য' একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ঐ সংস্থার উদ্দ্যোগে 'রিলিফ এন্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি'র সহযোগিতায় স্বাধীনতার ৭৯ তম বর্ষ উদযাপন পরবর্তী সময়ে আজ ১৭ই আগস্ট মেচেদার শিশু উদ্যানে ও সেই সংলগ্ন বিদ্যাসাগর লাইব্রেরী হলে দেড়শতাধিক বস্তির কিশোর-কিশোরী ও তাদের মায়েদের নিয়ে ক্রীড়া-সাংস্কৃতিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। দু'ঘণ্টা প্যারেড,পিটি ব্যায়াম সহ নানা ধরনের শরীরচর্চা মূলক খেলাধুলার পর চিকিৎসক ডাঃ কালি শংকর পাত্রের নেতৃত্বে একদল হোমিওপ্যাথি চিকিৎসক সকলের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধপত্র দেন। এছাড়াও দাঁতের পরিচর্যা ও দাঁতরক্ষা করার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন ডেন্টিস্ট মহিমা খান। সংস্থার অন্যতম দুই কর্ণধার স্বপন জানা ও রিভু মাজী জানান,বস্তির শিশু কিশোরদের পাশে দাঁড়াতে পেরে তাদের কিছু সাহায্য করতে পেরে আমরা গর্বিত। কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম মৃত্যুবর্ষ ও কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবর্ষে আদর্শে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনেও আমরা একাধিক শিক্ষা ও স্বাস্থ্য শিবিরের মাধ্যমে এইসব পরিবারের পাশে দাঁড়াবো।
প্রসঙ্গত উল্লেখ্য,ওই সংস্থার পক্ষ থেকে শীতকালীন সময়ে অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াতে শতাধিক কম্বল ও চাদর স্টেশনের পাশের বস্তিতে বিলি করে। কোনও বস্তি বাড়ির ভালো ছেলে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হলে সাহায্য করে ওই সংস্থার যুবকরাই।
No comments