বিদ্যাসাগর স্মরণ সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান! সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : বিদ্যাসাগর স্মরণ সমিতি (অবিভক্ত মেদিনীপুর) আয়োজিত ৩১ তম বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রস সোসাইটি হলে। গত ২০২৪ শিক…
বিদ্যাসাগর স্মরণ সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান!
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : বিদ্যাসাগর স্মরণ সমিতি (অবিভক্ত মেদিনীপুর) আয়োজিত ৩১ তম বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রস সোসাইটি হলে। গত ২০২৪ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের ৩০ জনকে বৃত্তি প্রদান ও ২০ জন দরিদ্র ছাত্র ছাত্রীদের হাতে পাঠ্য সামগ্রী প্রদান করা হয়। এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত শিক্ষক সুধাংশু শেখর মাহাত । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁশকুড়া বনমালী কলেজের অধ্যাপক মানস জানা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর রয়্যাল একাডেমীর অধ্যক্ষ মাননীয় সত্যব্রত দোলই , উপস্থিত ছিলেন সমিতির সম্পাদিকা অনুরূপা দাস,সহ সভাপতি দিলীপ মাইতি, অফিস সম্পাদক ডাক্তার প্রাণতোষ মাইতি,সহ সভাপতি পঙ্কজ পাত্র,সেভ এডুকেশন কমিটির সভাপতি অধ্যাপক জগবন্ধু অধিকারী, অধ্যাপক রবীন্দ্রনাথ দাস, অতিক্রম চক্রবর্তী,বেলদা কমিটির সম্পাদক সুজন মাইতি,ঘাটাল কমিটির সম্পাদিকা বিভা পাল, ঝাড়গ্রাম কমিটির সম্পাদিকা অর্চনা বেরা, তমলুক কমিটির পক্ষে নারায়ন মান্না,কাঁথি কমিটির সদস্য শিক্ষক ত্রিদিব কর, শিক্ষক অশোক জানা,শিক্ষিকা সুজাতা জানা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী সৌভিক ভট্টাচার্য । এরপর বিদ্যাসাগর স্মরণ সমিতির উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে প্রারম্ভিক বক্তব্য রাখেন সম্পাদিকা অনুরূপা দাস । তারপরে বক্তব্য রাখেন দুই বিশিষ্ট অতিথি। সত্যব্রত দলুই এবং অধ্যাপক মানস জানা । অতিথিগণ বিদ্যাসাগর মহাশয়ের জীবন থেকে শিক্ষা নিয়ে কিভাবে আগামী দিনে আমাদের পথ চলতে হবে সেই আবেদন রাখেনএবং সেই সঙ্গে আজকে শাসক সম্প্রদায় জাতীয় শিক্ষা নীতি চালু করে যেভাবে নবজাগরণের মানুষদের চিন্তাকে কলুষিত করছে ,শিক্ষাকে বেসরকারিকরণ করছে তারও প্রতিবাদ জানান। এরপর ধন্যবাদ জ্ঞাপন করেন অফিস সম্পাদক ডাক্তার প্রাণতোষ মাইতি। যে সকল মানুষজন বিদ্যাসাগর স্মরণ সমিতিকে অকৃপণ ভাবে সাহায্যে সহযোগিতা করেন তাদেরকে তিনি ধন্যবাদ জানান। এরপর সমাপ্তি সংগীত পরিবেশন করেন শিল্পা খান ।আলোচনার এই অংশের পরে ৩০ জন ছাত্রছাত্রীর হাতে জেলা বৃত্তি এবং সেন্টার বৃত্তি তুলে দেওয়া হয়। এবং সেই সঙ্গে আর কুড়ি জন ছাত্রছাত্রীকে পাঠ্য সামগ্রী প্রদান করা হয় । এই অনুষ্ঠানে বিদ্যাসাগর স্মরণ সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় মাননীয় অধ্যক্ষ তথ্য সত্যব্রত দলুই কে এবং বিদ্যাসাগর স্মরণ সমিতির এক সময় বৃত্তি প্রাপক ছাত্রী বর্তমান মাস্টার ডিগ্রির পদার্থবিদ্যার ছাত্রী শিল্পা খানকে । আগামীদিনে বিদ্যাসাগর স্মরণ সমিতির উদ্দেশ্য লক্ষ্য যাতে সমাজে সর্বস্তরে ছড়িয়ে পড়ে সেই আহ্বান জানিয়ে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয়।
No comments