Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া মহকুমার এলাকায় হেডমাস্টার এন্ড হেডমিস্ট্রেস সম্মেলন!

হলদিয়া মহকুমার এলাকায় প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা সংগঠনের সম্মেলন!হলদিয়া মহকুমার এলাকায় এ এস এফ এইচ এম সংগঠনের সম্মেলন।অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেডমিস্টিসেস( এ এস এফ এইচ এম) হলদিয়া মহকুমা শাখা দ্বিতীয় ত্রি…

 



হলদিয়া মহকুমার এলাকায় প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা সংগঠনের সম্মেলন!

হলদিয়া মহকুমার এলাকায় এ এস এফ এইচ এম সংগঠনের সম্মেলন।অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেডমিস্টিসেস( এ এস এফ এইচ এম) হলদিয়া মহকুমা শাখা দ্বিতীয় ত্রিবার্ষিক মহকুমার সম্মেলন অনুষ্ঠিত হয়। বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ে (উচ্চ মাধ্যমিক) সম্মেলন মঞ্চে প্রয়াত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পরানচক শিক্ষা নিকেতনের প্রয়াত দ্বীপনারায়ণ জানার প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের কাজ শুরু হয়। 

ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/oUBxH377XEM

বিগত পঞ্চম বার্ষিক সাধারণ সভার পরবর্তী পর্বে সারাদেশে শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান রাজনৈতিক চলচ্চিত্র সংগীত সমাজসেবা প্রতিরক্ষা স্বাস্থ্য সহ অন্যান্য জগতের এই সময়ে যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি শোক প্রস্তাব গ্রহণ করেন সম্মেলন মঞ্চ থেকে। 

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার এলাকায় ছটি কমিটির সদস্যদের নিয়ে আজ বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্কুলে সংগঠনের দ্বিতীয়  ত্রি বার্ষিক মহকুমার সম্মেলন অনুষ্ঠিত হয়। হলদিয়া পৌরসভা হলদিয়া উন্নয়ন ব্লক সুতাহাটা উন্নয়ন ব্লক এবং মহিষাদল নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম দুই ব্লকে মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্তরের  হেডমাস্টার এন্ড হেড মিস্ট্রেস আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন। ইতিমধ্যে হলদিয়া মহকুমার ভিত্তিক পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শেষ করে আজ ১৭ই আগস্ট হলদিয়া মহকুমার সম্মেলনে উপস্থিত হলেন সংগঠনের সদস্য সদস্যাগণ। আজকের এই সম্মেলন মঞ্চ থেকে প্রায় 24 দফা দাবি সম্মোলিত গৃহীত হয়। তাদের প্রথম দাবি বিদ্যালয়ে ও মাদ্রাসার প্রধান শিক্ষক-শিক্ষিকাদের পূর্বের মতো পৃথক সম্মানজনক পেসেল প্রবর্তন করতে হবে। স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন পদ্ধতি ফিরিয়ে আনার দাবি করলেন। স্কুলে শূন্য পদে নতুন করে শিক্ষক নিয়োগ করতে হবে।আজকের এই সম্মেলন মঞ্চ থেকে নতুন কমিটি গঠন করা হয় ।সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রাজ্য সভাপতি হরিদাস ঘটক, জেলা সম্পাদক নির্ময় মাইতি, মহকুমার সভাপতি সুমনা পাহাড়ি সহ-সভাপতি দেবাশীষ পাহাড়ী মহকুমার সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র দাস জেলা কমিটির সদস্য অমিতাভানন্দ, সুতাহাটা ব্লক কমিটি সম্পাদক মনীন্দ্রনাথ গায়েন।

এছাড়াও আজকের এই সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভা কমিটি, সুতাহাটা, হলদিয়া উন্নয়ন ব্লক, মহিষাদল, নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম -২  ব্লক সংগঠনের নেতৃত্ববৃন্দ।

No comments