খেলার হবে দিবস পালিত হল হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় ডালিম্বচক টেকনিক্যাল স্কুলে!ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের মনের বিকাশ ঘটাতে পারে।
স্কুলে স্কুলে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানসিক উন্নয়ন করতে…
খেলার হবে দিবস পালিত হল হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় ডালিম্বচক টেকনিক্যাল স্কুলে!
ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের মনের বিকাশ ঘটাতে পারে।
স্কুলে স্কুলে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানসিক উন্নয়ন করতে আজকের রাজ্য সরকারের ঘোষিত এই দিনটি পালিত হলো ডালিম্মচক টেকনিকেল হাইস্কুলে।
ছাত্রীদের কবাডি প্রতিযোগিতা তারই সাথে বাল্যবিবাহ বিরুদ্ধে সচেতনতার প্রসার।
আজকের এই দিনে প্রায় পঞ্চায়েত সমিতি এলাকায় চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বিভিন্ন স্কুলের -ছাত্রীদের নিয়ে শুরু হয় কবাডি প্রতিযোগিতা। পড়াশোনার সাথে ছাত্রীরা খেলাধুলাতেও যেমন এগিয়ে আসতে পারে এবং বাড়ির মেয়েরা যে এত ভালো খেলাধুলাতে পারদর্শী আজকের খেলার মধ্য দিয়ে পঞ্চায়েত সমিতির এলাকায় ছাত্রীরা বুঝিয়ে দিলেন।
আজকের কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হলেন ডালিম্বচক টেকনিক্যাল হাই স্কুল এবং রানার্স হয়েছেন মনোহরপুর হাই স্কুল। খেলা দিবসে উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী হলদিয়া পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌমিতা ঘোড়াইপ্রধান উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্রীকান্ত মাইতি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মধক্ষ গোকুলচন্দ্র মন্ডল জেলা পরিষদের সদস্য ভবতোষ পাত্র এবং পশ্চিমবঙ্গ সরকার ব্লক যুব আধিকারিক অভিষেক ঘোষাল প্রমূখ। আজকের চ্যাম্পিয়ন ডালিম্বচক টেকনিকেল হাই স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ ও নন্দ জানান এই এলাকার মেয়েরা খেলাধুলায় যে পারদর্শিতা নজির সৃষ্টি করল তবে প্রতিনিয়ত খেলার মান বজায় রাখতে ইন্টার স্কুল প্রতি প্রতিযোগিতা হওয়া দরকার। এই ধরনের প্রতিযোগিতা হলে পঞ্চায়েত সমিতির এলাকায় ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ক্ষেত্রে আরো উৎসাহিত হবে।
No comments