লিখছ ছড়া ঝড়াঝড়া - বিশ্বনাথ মান্না লিখছ ছড়া ঝড়াঝড়া মাথা-মুন্ডু নেই-ছন্নছাড়া কচুপড়া লোকেতো হাসবেই।
কবি ভায়া রেগেই বলেছড়াটি আগে পড় মাথায় তোর গোবর ভরা আগে বিদায় কর।
বলে রবি, ভায়া কবি অবাক হয়ে রইতোমার মতো গ্রাম্য কবির এত…
লিখছ ছড়া ঝড়াঝড়া - বিশ্বনাথ মান্না
লিখছ ছড়া ঝড়াঝড়া
মাথা-মুন্ডু নেই-
ছন্নছাড়া কচুপড়া
লোকেতো হাসবেই।
কবি ভায়া রেগেই বলে
ছড়াটি আগে পড়
মাথায় তোর গোবর ভরা
আগে বিদায় কর।
বলে রবি, ভায়া কবি
অবাক হয়ে রই
তোমার মতো গ্রাম্য কবির
এত ছড়ার বই।
বলল কবি গাল ফুলিয়ে
এইতো সবে শুরু
ঝোলায় ভরবে স্মারক কতো
বলবে লোকে গুরু।
জুটবে কতো সন্মাননা
বেজায় হবে নাম
কথায় কথায় খোঁচা মারা
এবার তোরা থাম।
হাজার হাজার কবিসভার
আসছে তেড়ে ডাক
দেখবে ছবি খবর পাতায়
অবাক হয়ে থাক।
No comments