Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাধীনতা দিবসেও জনসংযোগে নামলো রাজ্যের শাসকদল!

স্বাধীনতা দিবসেও জনসংযোগে নামলো রাজ্যের শাসকদল! স্বাধীনতা দিবসেও জনসংযোগে নামলো রাজ্যের শাসকদল। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বাথুয়াড়ী গ্রাম পঞ্চায়েতের হাটবৈঁচাতে দিনভর জনসংযোগ কর্মসূচি পালন করলো তৃণমূল। এদিন জাতীয়…

 


স্বাধীনতা দিবসেও জনসংযোগে নামলো রাজ্যের শাসকদল!

 স্বাধীনতা দিবসেও জনসংযোগে নামলো রাজ্যের শাসকদল। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বাথুয়াড়ী গ্রাম পঞ্চায়েতের হাটবৈঁচাতে দিনভর জনসংযোগ কর্মসূচি পালন করলো তৃণমূল। এদিন জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি সকাল থেকে রাত পর্যন্ত চলে জনসংযোগ। স্থানীয় এলাকার পঞ্চায়েত সদস্য তথা দাপুটে তৃণমূল নেতা স্বপন কুমার জানা'র নেতৃত্বে চলে জনসংযোগ। এলাকার সর্বস্তরের জনগণের পাশে থাকার বার্তা দেন স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা দাপুটে তৃণমূল নেতা স্বপন কুমার জানা। তিনি জানিয়েছেন, ছাব্বিশের বিধানসভা ভোটকে লক্ষ্য করে কিন্তু এই কর্মসূচি নয়। আমরা বছরের প্রত্যেক দিনই জনসংযোগ কর্মসূচি করি। এলাকার সমস্ত স্তরের মানুষের পাশে থাকি। মানুষের সমর্থনও তৃণমূলের প্রতি রয়েছে। আমরাও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পিজুস কান্তি পণ্ডা, এগরা ২ ব্লক তৃণমূলের সহ-সভাপতি রাজকুমার দুয়ারী, তৃণমূল নেতা সুজিত শী, যুব নেতা অর্ধেন্দু সিংহ, নীলকমল মাইতি, অভিমন্যু মাইতি প্রমুখ। এদিনের এই কর্মসূচিতে মানুষের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো।

No comments